মেয়ে বড় হতেই আবারও বিয়ের পিঁড়িতে সোহম, পাত্রীর তালিকায় আছেন যারা

বিয়ের পিঁড়িতে সোহম

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে এল পরিচালক রাজা চন্দর নতুন ছবি ‘হার মানা হার’-এর ট্রেলার। ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, পায়েল সরকার, আয়ুষী তালুকদার। এছাড়াও এই ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী ও শিশুশিল্পী সিলভিয়া দে।

বিয়ের পিঁড়িতে সোহম

এই ছবির ট্রেলার দেখেই ইঙ্গিত পাওয়া গেল এটি সম্পর্কের টানাপোড়েন ও ত্রিকোণ প্রেমের গল্প বলতে চলেছে। ছবির গল্প এগোবে শিশুশিল্পী সিলভিয়াকে কেন্দ্র করে। ছবিতে সোহমের চরিত্রের নাম বিক্রম। সোহমের মেয়ের চরিত্রেই দেখা যাবে সিলভিয়াকে। সিলভিয়াকে বড় করার জন্যই আবার বিয়ের সিদ্ধান্ত নেয় সোহম। বিক্রম বিয়ে করতে রাজি হতেই শুরু হয় পাত্রীর খোঁজ।

YouTube video player

নানান ডেটিং অ্যাপ ও অনলাইন ম্যারেজ সাইট ঘেঁটে পাত্রীর সন্ধান শুরু করা হয়। এবং শেষ পর্যন্ত একজনের সঙ্গে বিয়ে ঠিকও হয় বিক্রমের। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই বিক্রমের জীবনে আসে অপর একজন নারী, নাম বুলবুলি। তাকে মায়ের মতোই ভালবেসে ফেলে মিষ্টি। এবার কাকে বাছবে বিক্রম? কার হাত ধরবে শেষ পর্যন্ত? এই টানাপোড়েন নিয়েই তৈরি হচ্ছে ছবি ‘হার মানা হার’। ছবি মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর।