মেয়ে যদি কোনও ক্রিকেটারকে ডেট করতে চায় তাহলে? প্রশ্ন শুনে যা বললেন সৌরভ

সৌরভ

স্পোর্টস ডেস্ক : সৌরভ গঙ্গোপাধ্যায় চিরকালই বাঙালির কাছে এক আবেগের নাম। ২০০৮ সালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও সৌরভ যুক্ত থেকেছেন একাধিক বিষয়ের সাথে। ক্রিকেট কমেন্ট্রি থেকে রিয়েলিটি শোয়ের সঞ্চালনা, সব জায়গাতেই সৌরভের ‘দাদাগিরি’ দেখেছে বাঙালি।

সৌরভ

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যবসা ক্ষেত্রেও নিজের আগ্রহ প্রকাশ করেছেন। সবমিলিয়ে চিরকালই খবরের হেডলাইন্সে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাধান্য পেয়ে এসেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কর্মক্ষেত্রের পরিধির বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় বিখ্যাত নৃত্যশিল্পী।

এছাড়াও সৌরভের কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়েও বেশ কৌতূহল দেখা যায় আম বাঙালির মনে। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে সৌরভকে ৩৮টি রেপিড ফায়ার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। প্রশ্নোত্তর পর্বে সৌরভকে একবার জিজ্ঞেস করা হয় তাঁর প্রিয় বাঙালি মেনু কী? এই প্রশ্নের উত্তরে সৌরভ আলু পোস্তর কথা বলেছেন।

এরপর এই পর্ব চলাকালীন সৌরভকে জিজ্ঞাসা করা হয় তাঁর কন্যা সানা যদি কোনও ক্রিকেটারকে ডেট করতে চান, তাহলে কি সেটা মেনে নেবেন সৌরভ? প্রশ্ন শুনে সামান্য হলেও হোঁচট খেয়েছিলেন সৌরভ। এরপর নিজেকে সামলে তাঁর উত্তর, “শুরুতেই তো বাউন্সার দিচ্ছ। এর উত্তরটা পরে দেব।” এই রাউন্ডের একেবারে শেষে এসে সৌরভ বলেন, তাঁর কন্যা যদি কোনও ক্রিকেটারের সাথে ডেট করে, তাহলে তাঁর কোনও আপত্তি নেই।

খাটিয়ার উপর উদ্দাম রোমান্সে মাতলেন আম্রপালি ও নিরাহুয়া, ভাইরাল ভিডিও

আর কিছুদিন পর শুরু হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে ভারতীয় দলের সম্ভাবনার কথা জিজ্ঞাসা করা হলে সৌরভের উত্তর, “বিশ্বকাপ টুর্নামেন্ট সব সময় বড় মাপের হয়। এখনও পর্যন্ত বেশ ভালো পারফরম্যান্স করছে ভারতীয় দল। আশা করা যায় বিশ্বকাপেও ভালো পারফরমেন্স হবে।”