মেয়েকে যে কারণে ক্যামেরা থেকে দূরে রাখেন রানি

রানি

বিনোদন ডেস্ক : বাবা-মা তারকা হলে তাদের রোশনিতেই উজ্জ্বল হয়ে ওঠে সন্তানরা। ছোট থেকে আর পাঁচটা শিশুর তুলনায় আলাদা খাতির পায় তারকাসন্তানরা। এই ব্যাপারটা একেবারেই পছন্দ করেন না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জী। তার স্বামী চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়া।

রানি

এদিকে, রানির মেয়ে আদিরার বয়স এখন ৭ বছর চলছে। আগামী ১৫ ডিসেম্বর সে ৮ বছরে পা দেবে। তাকে ছাপোষা জীবনের স্বাদ দিতে চান তারকাজুটি রানি ও আদিত্য। স্পটলাইটে এনে বিব্রত করতে চান না। সে কারণেই রানি তার মেয়ে আদিরাকে আলোকচিত্রীদের থেকে দূরে রাখেন।

একটি সাক্ষাৎকারে রানি জানিয়েছেন, মেয়েকে তিনি সাধারণ ভাবে বড় করতে চান। সচেতন করে দিতে চান না এই বলে যে, ওর বাবা-মা সফল তারকা। আদিরা তার স্কুলে বিশেষ খাতিরযত্ন পাক, তাও চান না রানি। আর পাঁচজন শিশুর মতো স্বাভাবিক শৈশব নিয়ে বড় হোক মেয়ে, সেটাই চান এই নায়িকা।

হয়ে যান সবার চেয়ে লম্বা, প্রাকৃতিক উপায়ে উচ্চতা বাড়ানোর দুর্দান্ত উপায়

রানির কথায়, ‘আমি চাই জনসমক্ষে বের হোক আদিরা। লোকে চিনতে পেরে প্রতিনিয়ত ছেঁকে ধরলে ছোটবেলার আনন্দটাই মাটি। খুশি মতো ঘুরুক, ফিরুক। নিজের মতো করে জীবন উপভোগ করুক ও।’ মেয়েকে সিনেমা জগতে আনারও কোনো পরিকল্পনা নেই বলে জানান অভিনেত্রী।