ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। শুধু অভিনেত্রী নন, স্পষ্টভাষী হিসেবেও তার সুনাম রয়েছে। ফলে প্রায়ই আলোচনায় থাকেন। এবার মেয়েদের নিয়ে যারা কটূক্তি করেন, তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে অর্চিতা স্পর্শিয়া বলেন, “যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। না তো যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়, না তো কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়।”
পরামর্শ দিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, “আর কোনো মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত—সুস্থ রাজনীতি, সুস্থ মন-মানসিকতা এবং সুশিক্ষার ওপর।”
অর্চিতার এই বক্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে অনলাইনে। অনেকেই তার সরল ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন, কেউ কেউ বিষয়টিকে বর্তমান সমাজে নারীদের প্রতি অবমাননাকর আচরণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে দেখছেন। তবে কী কারণে এই স্ট্যাটাস দিয়েছেন সে বিষয়টি পরিষ্কার করেননি এই অভিনেত্রী।
অর্চিতা স্পর্শিয়া অভিনয়জীবন শুরু করেন ‘বন্ধু তিন দিন’ শিরোনামের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর একের পর এক নাটক ও বিজ্ঞাপনে নিজের প্রতিভার ছাপ রেখে দর্শকদের প্রিয় মুখ হয়ে উঠেছেন। বিশেষ করে ‘ইম্পসিবল ৫’ নাটকে তার অভিনয় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়। তাছাড়া ওয়েব সিরিজ কিংবা চলচ্চিত্র—সব মাধ্যমেই নিজের অবস্থান প্রমাণ করেছেন স্পর্শিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



