বিনোদন ডেস্ক : গত বছর কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। তবে সন্তানকে মিডিয়া থেকে এতদিন দূরেই রেখেছিলেন এ দম্পতি। এর আগে কোনো ছবিও প্রকাশ করেননি তারা।
তবে বড়দিন উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) ভক্তদের সামনে প্রথমবারের মতো মেয়েকে নিয়ে দাঁড়ালেন এই তারকা দম্পতি।
এদিকে রাহার ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। সে এত বেশিই মিষ্টি যে ছবিটি প্রকাশ্যে আসা মাত্রই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মেয়ে রাহাকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন রণবীর। পাশেই দাঁড়িয়ে মা আলিয়া।
বড়দিনে কাপুর পরিবারে প্রতিবারই জমকালো পার্টির আয়োজন করা হয়, থাকে লাঞ্চ পার্টিও। গোটা পরিবার এদিন একত্রিত হয় অনুষ্ঠানে। এমন দারুণ দিনেই অবেশেষে নিজেদের মেয়ে রাহাকে সামনে নিয়ে এলেন রণবীর-আলিয়া।
নীল চোখের মণির রাহাকে দেখে পাপারাৎজিরা ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে থাকে। রণবীর ও আলিয়া রাহাকে কোল থেকে নামালেও সেই মুহূর্তে কিছুতেই কোলছাড়া হতে চায় না সে। রণবীরের কোলে উঠে পড়ে আবারও।
প্রসঙ্গত, ২০২২ সালের ৬ নভেম্বর কন্যাসন্তানের বাবা-মা হন রণবীর-আলিয়া। মাঝে-মধ্যে মেয়ের ছবি পোস্ট করলেও, কখনোই তাকে স্পষ্ট দেখা যায়নি। এবার ক্রিসমাসে প্রথমবার তারা সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন রাহাকে। রণবীর তার শরীরে মেয়ে রাহার নাম ট্যাটুও করিয়েছেন। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবি।
অন্যদিকে রাহার ছবি প্রকাশ্যে আসতেই তার সঙ্গে কাপুর বংশের একজন বিশেষ মানুষের মিলও খুঁজে নিয়েছেন নেটিজেনরা। কে বলুন তো? আর কেউ নন, তিনি রাজ কাপুর। এদিন ছোট্ট রাহাকে গোলাপি জামা পরে থাকতে দেখা যায়। সঙ্গে দুটো ঝুঁটি বাঁধা তার মাথায়।
তবে সবার নজর কাড়ল রাহার চোখ দুটো। একরত্তির চোখের সঙ্গে তার দাদুর বাবা, অর্থাৎ প্রপিতামহ রাজ কাপুরের চোখের মিল আছে। তবে কেবল রাজ কাপুর নয়, ঋষি কাপুরের চোখের সঙ্গেও মিল আছে রাহার। ছোট্ট রাহার ছবির সঙ্গে ঋষি কাপুরের ছোটবেলার ছবির বেশ মিল আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।