বিনোদন ডেস্ক : মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমনটাই দাবি করেন তিনি।
শবনম ফারিয়ার স্ট্যাটাসটি তুলে ধরা হলো–
‘একটা মেয়ের নামে মিথ্যা কথা ছড়ানো সবচেয়ে সহজ একটা কাজ। ধরেন একটা ছেলে আপনাকে পছন্দ করে আর আপনি কোন কারণে তাকে রেসপন্স করলেন না, তাও আপনি খারাপ। করো সাথে ২/৩ দিন কথা বললেন, বলে দেখলেন আপনারা কম্পেটেবল না, আপনি তাকে বুঝিয়ে বললেন, আপনি তাও খারাপ, আপনার হয়তো কোনো একটা পয়েন্টে এইটাও শোনা লাগতে পারে, ওমক তো আমার পিছনে ঘুরতো, আমি পাত্তা দেই নাই!’
অভিনেত্রী আরও লিখেছেন, ‘কেউ আপনাকে অ্যাবিউজ করলো, সামাজিক/পারিবারিক কারণে আপনি চুপ থাকলেন, কোন একটা পয়েন্টে হয়তো দেখবেন ছেলে উল্টো ভিকটিম সেঁজে অন্যদের দয়া নিচ্ছে এবং কিছু মানুষ আছে যারা সেইটাকে সমর্থনও করে!’
সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন?
‘মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু’, একটা ছেলে হয়তো একটা রিউমার শুনলো, ছেলেটা কিন্তু সেইটা শুনে হেসে বাদ দিয়ে দিতে পারে! কিন্তু আমরা নারীকুল, আমরা যতোই যোগ্যতাসম্পন্ন হইনা কেন? কোন নারীকে ছোট করার সুযোগ থাকলে আমরা নিজ থেকে এগিয়ে এসে (সে নিজে কত ভালো সম্ভবত সেইটা প্রমাণের জন্য) কোন লজিক ছাড়া , প্রমাণ ছাড়া, কারণ ছাড়া একটা কথা বলে ফেলে!!!
‘কাউকে মিথ্যা অপবাদ দেওয়া মজার কোনো বিষয় না। তা স্মরণ করে ফারিয়া বলেন, ‘কাউকে মিথ্যা অপবাদ দেয়া, সেটাকে সমর্থন করা কখনো মজা না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।