জুমবাংলা ডেস্ক : বরিশালে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা ও মেট্রেপলিটন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে; সড়ক পথেও চলছে যাত্রীবাহী বাস।
নগরে গণপরিবহন চলছে এবং ব্যাংক বীমা অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কারফিউ শিথিল হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, স্বস্তি ফিরেছে জনসাধারণের মধ্যে।
পথচারীরা জানান, পরিস্থিতি এমনই স্বাভাবিক থাকুক, কোনো অস্থির বা অস্থিতিশীল পরিবেশ চান না তারা।
এ দিকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল করছে। তবে বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার পরে কারফিউ চলাকালে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল বন্ধ থাকে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে বুধবার বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল করেছে, বৃহস্পতিবারও একইভাবে লঞ্চ চলাচল করছে। তবে গতকাল সন্ধ্যা ৬টায় কারফিউ কঠোর থাকায় ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচল করেনি। কারণ রাত ৯টার পর যাত্রা করে তাই সে লঞ্চগুলো চালানোর নির্দেশনা পাওয়া যায়নি।
উল্লেখ্য, কারফিউ শুরুর পর গত শনিবার (২০ জুলাই) থেকে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।