আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। একজন যুবতীর দাবি মেয়েদের থেকে ছেলেরাই বেশি সুন্দর। ছেলেরা কোনও রকম মেকআপ না করেও বেশ সুন্দর। অন্যদিকে মেয়েদের মেকআপ করেও সুন্দর দেখতে লাগে না। যুবতীর চমকে দেওয়া দাবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। ছেলে বনাম মেয়ের একটি নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়।
সোশ্যাল মিডিয়া হল এমন একটি জায়গা, যেখানে একবার ভাইরাল হতে পারলেই রাতারাতি সেলিব্রিটি হওয়া যায়। এমন অনেক উদাহরণ রয়েছে। একটি মাত্র ভিডিও বা কনটেন্ট অনেককেই রাতারাতি খুবই জনপ্রিয় করে তুলেছে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য রেস করে চলেছেন কম বয়সী তরুণ তরুণীরা। তাদের কিছু ভিডিও সকলের মন জয় করে নেয়। আবার কিছু ভিডিও নতুন বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি বিতর্কিত ভিডিও। একজন যুবতী জানিয়েছেন যে, মেয়েদের থেকে ছেলেরাই বেশি সুন্দর। এই নিয়েই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। bhutni_ke_memes নামের একটি প্রোফাইল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। কিন্তু, সবার প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয় Digital Hub নামের একটি প্রোফাইল থেকে। সেখানে দেখা যাচ্ছে যে, একজন যুবতীর সাক্ষাৎকার নিচ্ছেন একজন মহিলা।
ওই মহিলা তাকে প্রথমেই প্রশ্ন করেন মেয়েরা টাকার উপরে ফিদা হলে, ছেলেরা কীসের উপরে ফিদা হয়? এর উত্তরে ওই যুবতী বলেন, ছেলেরা মেয়েদের ভালো ফিগারের উপরে ফিদা হয়। এরপর ওই মহিলা প্রশ্ন করেন, ছেলেদের না মেয়েদের সবথেকে বেশি সুন্দর দেখতে? এর উত্তরে ওই যুবতী বলেন অবশ্যই ছেলেদের বেশি সুন্দর দেখতে, মেয়েদের থেকে। কারণ একজন ছেলেকে মেকআপ না করলেও সুন্দর দেখতে লাগে। অন্যদিকে মেয়েরা বিভিন্ন ধরনের মেকআপ করেন সুন্দর দেখানোর জন্য। অনেকে মেয়েদের মেকআপ করলেও সুন্দর দেখতে লাগে না। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে দুই ভাবে বিভক্ত হয়ে গিয়েছে নেটিজেনরা। স্বাভাবিক ভাবেই পুরুষেরা সমর্থন জানাচ্ছেন যুবতীর বক্তব্যকে। অন্যদিকে মহিলারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন যুবতীর বক্তব্যের। এই বিষয়ে আপনার মতামত কী, তা আমাদের জানান কমেন্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।