লাইফস্টাইল ডেস্ক : সবার মনেই কিছু চিন্তা ঘুরপাক করে। কিছু কথা অন্য কাউকে বলে মন হালকা করেন অনেকেই। আবার কেউ কেউ মনেই চেপে যান। পুরুষদের মনেও অনেক কথা জমা থাকতে পারে।
আপনি যত কাছের মানুষই হোন না কেন, কিছু কথা আপনাকে কখনোই বলবে না। তারা বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশছেন। তাই তাদের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। জটিল বিষয় নিয়ে আলোচনা করলেও কিছু বিষয় নারীদের না বলাটাই শ্রেয় মনে করেন। কী সেই বিষয়গুলো চলুন জেনে নিই। এ বিষয়ে জানাচ্ছেন অভিজ্ঞজনরা।
লজ্জা বা হারের বিষয়
জীবনে হেরে যাওয়ার কথা কেউ মনে রাখতে চান না। এ ক্ষেত্রে পুরুষরা নিজের হারের কথা বলতে চান না। মনে মনে ভাবেন-এটা বলা মানে তার কাছে ছোট হয়ে যাওয়া।
অন্য কোনো নারীকে পছন্দ হলে
মনের ওপর ভরসা নেই। হুটহাট যে কাউকে ভলো লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে অন্য কোনো নারীকে পছন্দ হয়ে যেতে পারে। কিন্তু পুরুষরা মনের কথা মনেই চেপে যান। নিজেকে বাঁচাতে প্রেমিকা বা স্ত্রীর কাছে এই বিষয়টি লুকিয়ে যেতে পারেন।
মিথ্যা স্বীকার না করা
অকারণে বহু পুরুষ মিথ্যা বলে থাকেন। কিন্তু সেই মিথ্যা কথা তিনি স্বীকার করতেই চান না। মিথ্যা স্বীকার করে যদি তিনি ভুল প্রমাণিত হন এই ভয়ে। এই ধারণা থেকেই তিনি গোটা বিষয় এড়িয়ে যান।
বড় ভুল গোপন করা
ভুল তো হতেই পারে। তবে কিছু ভুল রয়েছে, যা নারীদের সামনে আনতে চান না তারা। ভুলের কারণে তিনি যদি মর্যাদা হারান সঙ্গীর কাছে এই ভয়ে। তাই নিজের বিরাট কোনো ভুল থাকলে তা এড়িয়ে যেতে চান। তবে সবাই যে একই ধরনের বিষয় চেপে রাখেন এমন নয়। মানুষভেদে ভাবনা আলাদা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।