জুমবাংলা ডেস্ক : দেশের প্রতিটি ছাত্র-ছাত্রী উচ্চপদস্থ কর্মসংস্থানের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। চাকরির লিখিত পরীক্ষায় পাশ করার পর তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে প্রশ্নগুলি শুনে যতটা কঠিন করা মনে হয়, তেমনটা না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই এর উত্তর দেওয়া যায়। একবার দেখে নেওয়া যাক কিছু প্রশ্নের উত্তর…
১) প্রশ্নঃ ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন এলাকার অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে?
উত্তরঃ সিকিম (Sikkim)।
২) প্রশ্নঃ দুধ যখন দইয়ে পরিণত হয় তখন টক স্বাদের কারন কী?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড (lactic)।
৩) প্রশ্নঃ কোন গ্যাসটি ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে?
উত্তরঃ নাইট্রোজেন (nitrogen)।
৪) প্রশ্নঃ প্রাথমিক তিনটি রং কী কী?
উত্তরঃ লাল, নীল ও সবুজ।
৫) প্রশ্নঃ ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ সরদার বল্লভ ভাই প্যাটেল (Sardar Vallabh Bhai Patel)।
৬) প্রশ্নঃ ‘বাংলার দুঃখ’ কোন নদীকে বলা হয়?
উত্তরঃ প্রতি বর্ষায় দামোদরের বন্যায় দু’কূল ছাপিয়ে উঠে সবকিছু বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। অনেক প্রাণ ও সম্পত্তি হানি ঘটে। প্রত্যেকবারই জনগণের জীবনে নেমে আসে এক অবর্ণনীয় দুঃখদুদর্শা। সেই কারণে দামোদর নদকে ‘বাংলার দুঃখ’ (Sorrow of Bengal) নামে আখ্যায়িত করা হয়।
৭) প্রশ্নঃ কোন ধাতুতে আঘাত করলেও শব্দ হয় না?
উত্তরঃ অ্যান্টিমনি (antimony)।
৮) প্রশ্নঃ পৃথিবীর বিখ্যাত মরুভূমি সাহারা (Sahara Desert) কোন মহাদেশ অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা মহাদেশ।
৯) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ গীতাঞ্জলি (Gitanjali) কাব্যগ্রন্থ।
১০) প্রশ্নঃ গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল?
উত্তরঃ সংস্কৃত ভাষা (Sanskrit)।
১১) প্রশ্নঃ অলিম্পিকের (Olympic) লোগোতে পাঁচটি রঙের মধ্যে কোনটি এশিয়াকে প্রতিনিধিত্ব করে?
উত্তরঃ হলুদ রঙটি।
১২) প্রশ্নঃ পৃথিবীর চারিদিকে যদি বায়ুমণ্ডল না থাকতো, তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো?
উত্তরঃ অত্যধিক শীতল।
১৩) প্রশ্নঃ কোন প্রশ্নের উত্তর যা কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়?
উত্তরঃ ‘‘ঘড়িতে কটা বাজছে?’’
১৪) প্রশ্নঃ বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ আলিপুরদুয়ারে (Alipurduar)।
উরফি জাভেদের বেডরুমের ছবি ভাইরাল, যার সঙ্গে বিছানায় ঘুমাচ্ছেন অভিনেত্রী
১৫) প্রশ্নঃ মেয়েদের কোন জিনিসটা বড় হলে দেখতে ভালো লাগে?
উত্তরঃ লম্বা চুল। (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।