মেয়েদের এই রোগ হলে শুধু শপিং করতে ইচ্ছা করে

মেয়েদের শপিং

জুমবাংলা ডেস্ক : আপনি যদি সরকারি হোক বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে নিয়মিত সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে রাখা উচিত। এই ধরনের প্রশ্নগুলি প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা যায়। এমনকি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। এগুলি কেবল নলেজই বৃদ্ধি করে না, দেশ-বিদেশের নানান তথ্যও জানা যায়।

মেয়েদের শপিং

সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। সাধারণত আপনার পাঠ্য বিষয়ের ভিত্তিতেই তৈরি হয় সাধারণ জ্ঞান। আবার কখনো কখনো এমন প্রশ্ন দেখা যায় যেগুলি উত্তর বই দেওয়া থাকে না। শুধুমাত্র এই প্রশ্নের উত্তর দিতে হয় জীবনের উপলব্ধি ও অভিজ্ঞতা থেকে। তাই এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন পাখি পিছন দিকে উঠতে পারে?
উত্তরঃ হামিং বার্ড।

২) প্রশ্নঃ ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে?
উত্তরঃ ভারত ও আফগানিস্তান।

৩) প্রশ্নঃ ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে?
উত্তরঃ চিকিৎসার ক্ষেত্রে।

৪) প্রশ্নঃ কোন দেশে জামার বোতাম আবিষ্কার হয়?
উত্তরঃ ভারত।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের রাবণের মন্দির আছে?
উত্তরঃ রাজস্থান।

৬) প্রশ্নঃ প্রতিবছর হিমালয়ের উচ্চতা কতটা বৃদ্ধি পাচ্ছে?
উত্তরঃ ৪ মিলিমিটার।

৭) প্রশ্নঃ ভাকরা-নাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ শতদ্রু নদী।

৮) প্রশ্নঃ কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৫৭ সালে।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে একটিও ট্রেন চলে না?
উত্তরঃ সিকিম রাজ্য।

১০) প্রশ্নঃ ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ (বঙ্গভঙ্গ) হয় কত সালে?
উত্তরঃ ১৯০৫ সালে।

১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে যেতে হলে পাসপোর্ট এর প্রয়োজন হয়?
উত্তরঃ নাগাল্যান্ড।

ছয়টি চিহ্ন থাকলে বুঝবেন আপনার জীবনসঙ্গী সঠিক নয়

১২) প্রশ্নঃ মেয়েদের কোন রোগ হলে শুধু শপিং করতে ইচ্ছা করে?
উত্তরঃ বাইং-শপিং ডিসঅর্ডার (BSD) নামক মানসিক রোগ হলে মেয়েদের শুধু শপিং করতে ইচ্ছা করে।