মেয়েদের ভুলেও এই পাঁচটি প্রশ্ন করবেন না

মেয়েরা

লাইফস্টাইল ডেস্ক : মেয়েরা কথা বলতে সত্যি ভালোবাসেন। মেয়েরা খুব ভালো শ্রোতাও। তবে সবার সঙ্গে ভালোভাবে মেশা বা কথা বলা মানেই এই নয় যে, আপনি চাইলেই তাকে যেকোনো বিব্রতকর প্রশ্ন করতে পারেন! কারণ কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা ভীষণই আবেগপ্রবণ হয়ে থাকে। তাই তাদেরকে ঘিরে এমন কিছু প্রশ্ন আছে যা তারা একেবারেই পছন্দ করেন না।

মেয়েরা

চলুন তবে জেনে নেয়া যাক এমন পাঁচটি প্রশ্ন সম্পর্কে যা মেয়েদের ভুলেও করা ঠিক নয়-

>> মেয়েদের পোশাক নিয়ে সমালোচনা করতে অনেকেই পছন্দ করেন। এমনকি পোশাক বিতর্ক থেকে ছাড় পান না ছেলেরাও। অনেকে সরাসরিও প্রশ্ন করে বসেন যে, এরকম পোশাক পরেছো কেন? এই বদ অভ্যাসটি যদি আপনারও থেকে থাকে তবে আজই ত্যাগ করুন। কারণ এটি একটি মেয়ের কাছে খুবই বিরক্তিকর প্রশ্ন।

>> এত সুন্দর তুমি, তা সত্ত্বেও সিঙ্গেল কেন? ১৮ বছরে পা দেয়া মানেই কি মেয়েটি আর সিঙ্গেল থাকতে পারবে না? এটি কেমন ধরনের প্রশ্ন? সে কাকে, কখন পছন্দ করবেন সেটা সম্পূর্ণ মেয়েটির উপরেই ছেড়ে দেয়া উচিত। এরকম বিব্রতকর প্রশ্ন করা মোটেও উচিত নয়।

>> মেয়ের বিয়ে কবে দিচ্ছেন? ২০ পেরলেই কি মেয়েরা বুড়ি হয়ে যায়? মা-বাবা তো বটেই, মেয়ের বিয়ে নিয়ে এমনকি পাড়া-পড়শিদেরও যেন রাতের ঘুম চলে যাওয়ার জোগাড়। এ প্রশ্নও মেয়েরা মোটেই ভালোভাবে নেন না।

>> সুখবরটা কবে দিচ্ছেন? মেয়েদের বিয়ে হয়ে গেলো তো পরিবারের একটাই প্রশ্ন বাচ্চা কবে হবে। এরকম হরহামেশাই হয়। আর এই প্রশ্নটা শুনতে মেয়েরা মোটেই পছন্দ করেন না।

পাঁচটি লক্ষণে বুঝে নিন আপনি বুদ্ধিমান কিনা

>> মেকআপের বদলে একটু কাজে মন দিলে ভালো হয়। কতটা সময় তারা মেকআপ-এ দেবেন আর কতটা সময় পড়াশোনা বা সংসারের কাজে লাগাবেন তা তাদেরকে ঠিক করতে দিলেই তো হয়! কেন এমন কথা বলে তাদের অস্বস্তিতে ফেলেন? এসব করেও তো মেয়েরা ঘর এবং বাইরে সবই সমান তালে সামলাচ্ছেন।