বিনোদন ডেস্ক : সবচেয়ে কম বয়সী কোটিপতি হওয়ার রেকর্ড গড়েছে ভারতের হরিয়ানার কিশোর মায়াঙ্ক। মাত্র ১৪ বছর বয়সে কোটিপতি হওয়ার ইতিহাস গড়েছে এ ভারতীয় কিশোর।
ভারতের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে এমন ইতিহাস গড়ে মায়াঙ্ক। সিজন ১৫-র মঞ্চে মায়াঙ্ক প্রশ্নের উত্তর দিয়ে শুধু ১ কোটি টাকাই জেতেননি, সাত কোটি টাকা পাওয়ার জন্যও প্রশ্নের উত্তর দিতে শুরু করে।
কোটিপতি হতে কিড জুনিয়র সিজনে অংশ নেয়া মায়াঙ্ক ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র উপস্থাপক বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের একের পর এক প্রশ্নের উত্তর দিতে শুরু করে। সব প্রশ্নের সঠিক উত্তর দিতে দিতে অষ্টম শ্রেণির ছাত্র মায়াঙ্ক পৌঁছে যায় কোটি টাকার প্রশ্নে। কোটি টাকা জেতার জন্য মায়াঙ্ককে যে প্রশ্নটি করা হয় সেটি হলো-
প্রশ্ন: কোন ইউরোপীয় মানচিত্রকার সদ্য আবিষ্কার করা মহাদেশের ম্যাপ তৈরি করেছিলেন, যার ওপর আমেরিকা লেখা ছিল?
এ প্রশ্নের উত্তর হিসেবে মায়াঙ্ককে দেয়া হয় চারটি অপশন। এগুলো ছিল-
A) আব্রাহাম অর্টেলিয়াস
B) জেরারডাস মার্কেটর
C) জিওভানি বাতিস্তা অ্যাগনেস এবং
D) মার্টিন ওয়াল্ডসিমুলার।
এ প্রশ্নের উত্তরে মায়াঙ্ক অপশন (ডি) মার্টিন ওয়াল্ডসিমুলারের নাম বাছাই করে। যা ছিল সঠিক উত্তর।
এক কোটি টাকার প্রশ্ন জেতার পর সাত কোটি টাকারও একটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করে মায়াঙ্ক। কিন্তু সঠিক উত্তর দিতে না পারায় আর ওই খেলায় এগোয়নি ওই কিশোর।
কেবিসির মঞ্চে এক কোটি রুপি ( ভারতীয় মুদ্রা এক কোটি রূপি বাংলাদেশী টাকায় ১ কোটি ৩২ লাখ) জেতার পর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মায়াঙ্ক জানান, আমি সত্যি খুব ভাগ্যবান আমার জ্ঞানের ভাণ্ডার কেবিসির মঞ্চে তুলে ধরতে পেরে। অমিতাভ স্যারের উল্টো দিকে বসার সুযোগ পাওয়াটাই সবচেয়ে বড় কথা। আর এ মঞ্চে কম বয়সে কোটিপতি হওয়াটা আরও গর্বের।
মায়াঙ্কের এ অর্জনে এরইমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। ভারতে মায়াঙ্কের মতো মেধাবী কিশোর গড়ে উঠুক এমন প্রত্যাশাও করেছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।