জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন পাকু দাশ। আসল বয়স ৩০ থেকে ৩২ বছর হলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী পাকুর বয়স ৬৭ বছর। আর এ কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশন ১২৮ জন অস্থায়ী কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এনআইডি অনুযায়ী যাদের বয়স ৫৯ বছরের বেশি তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিচয়পত্র অনুযায়ী পাকুর বয়স ৬৭ বছর। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম ১৯৫৫ সালের ২০ এপ্রিল। পাকু নগরের ডবলমুরিং থানাধীন মাঝিরঘাট বাই রোডের সেবক কলোনীর রাজুর ছেলে। মায়ের নাম রাধা দাশ।
রাধা দাশের জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, তার জন্ম তারিখ রয়েছে ১৯৬৮ সালের ৩ আগস্ট। অর্থাৎ মা রাধা দাশের চেয়ে ১৩ বছরের বড় ছেলে পাকু দাশ।
চাকরি হারানো পাকু বলেন, ‘প্রথমে জানতাম না কী কারণে আমার চাকরি গেছে। পরে জানতে পারলাম বয়স ৫৯ বছরের বেশি হওয়ায় আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ আমার বয়স ৩০ থেকে ৩২ বছরের বেশি হবে না। যারা জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন এটি তাদের ভুল। তাদের ভুলে এখন আমার চাকরি গেছে।’
পাকুর মা রাধা দাশ বলেন, ‘পাকুর বয়স ৩০-৩২ বছরের বেশি হবে না। পাকুর আড়াই বছরের একটি সন্তান রয়েছে। এ ছাড়া আমরা সবাই তার আয়ের ওপর নির্ভরশীল। চাকরি চলে যাওয়ায় গত দুই মাস আমরা অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। মেয়রের কাছে আমার ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ বলেন, ‘অস্থায়ী চাকরিতে যাদের বয়স ৫৯ বছরের বেশি হয়েছে তাদের সম্প্রতি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদি কারও এনআইডিতে ভুলবশত জন্ম তারিখ বেশি হয়ে থাকে তাহলে মেয়র বরাবর আবেদন করতে পারবেন। মেয়র বিষয়টি বিবেচনা করে দেখবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।