মেয়েরা ঘরোয়া উপায়ে ঘন ভ্রু যেভাবে পাবেন

ঘন ভ্রু

লাইফস্টাইল ডেস্ক : অনেক নারীই ঘন ভ্রু বেশ পছন্দ করে থাকেন। ঘন এবং চিকন ভ্রু অভিব্যক্তি আরো স্পষ্ট করে তুলতে সাহায্য করে। কিন্তু অনেকেরই ভ্রু বেশ পাতলা হয়ে থাকে। সেক্ষেত্রে সাজগোজ কিংবা মেকআপে প্রচুর সময় ব্যয় করতে হয়।

ঘন ভ্রু

বহু বছর প্লাকিং, থ্রেডিং কিংবা ওয়েক্সিং এর পর হয়তো কিছুটা আশাপ্রদ ফলাফল পাওয়া যায়। কিন্তু এতে হয়তো আপনার চুলের বেড়ে ওঠায় সমস্যা দেখা দিতে পারে। বিশেষত ভ্রুতে প্রায়ই ছোপ ছোপ খালি জায়গা তৈরি হতে পারে।

গেলো জোর করে ঘন ভ্রু পাওয়ার কথা। প্রাকৃতিক কিংবা ঘরোয়া টোটকায় কি ভ্রুর পরিচর্যা করা সম্ভব না? অবশ্যই সম্ভব। আসুন জেনে নেয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনি আপনার ভ্রুর পরিচর্যা করতে পারেন।

শাশুড়ির কোলে ক্যাটরিনার ছবি ভাইরাল

নিয়মিত তেল দিয়ে ম্যাসাজ করুন : আপনি ভাবতেও পারবেন না ভ্রুতে নিয়মিত তেল ব্যবহারে কতটা উপকার পাওয়া যায়। বিভিন্ন ধরনের তেল ব্যবহারে আপনার ভ্রু ঘন হয়ে উঠবে। নারিকেল তেল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল ব্যবহার করলে আপনার চুল বৃদ্ধি পাবে। মূলত ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলেইক এসিড ভ্রুর চুল গজাতে সাহায্য করে। এমনকি নারিকেল তেল ও অলিভ অয়েলে বিভিন্ন ভিটামিন, ফ্যাটি এসিড ও পুষ্টি উপাদান থাকায় খুব দ্রুতই আপনার ভ্রু ঘন হয়ে উঠতে শুরু করবে।

পেঁয়াজের রস ব্যবহার করুন : হয়তো অস্বাভাবিক লাগতেই পারে কিন্তু নিয়মিত পেঁয়াজের রস ভ্রুতে লাগিয়ে দেখুন। পেঁয়াজে থাকা সালফার, সেলেনিয়াম, ভিটামিন বি, সি আর অন্যান্য খনিজ ঘন ভ্রু তৈরিতে অবদান রাখতে পারবে।

ডায়াবেটিস হতে পারে লিভারে ফ্যাট জমলে

ডিম : ডিমে কেরাটিন নামক একটি উপাদান আছে এবং ডিমের কুসুমে বায়োটিন নামক একটি মূল্যবান উপাদান পাওয়া যাবে। ডিমের কুসুম ও সাদা অংশ সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করলে দ্রুতই আপনার ভ্রু ঘন হতে শুরু করবে।

পেট্রোলিয়াম জেলি : শুধু প্রাকৃতিক উপাদান ব্যবহারেই সুফল আশা করা বোকামো। ত্বকের ময়েশ্চার ধরে রাখাও জরুরি। পেট্রোলিয়াম জেলি ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। দিনে অন্তত দুই থেকে তিনবার পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে আপনার ভ্রু ঘন হয়ে উঠবে।

কানের ব্যথায় ঘরোয়া চিকিৎসা

ওয়াক্স, থ্রেড ও প্লাক থেকে দূরে থাকুন : আপনার চুল গজানোর হার যদি ধীরগতির হয়, তাহলে ঘন ঘন বিউটি পার্লারে যাওয়া কমিয়ে দিন। চুল ছাটাইয়ের প্রক্রিয়া থেকে অন্তত বারো সপ্তাহ নিজেকে দূর রাখতে পারলে ঘরোয়া টোটকার সুফল সহজেই বুঝতে পারবেন।