জুমবাংলা ডেস্ক : গর্ভবর্তী মায়েদের নরমাল ডেলিভারি দিন দিন বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শীতের মৌসুমে কম ডেলিভারি হলেও ২৪ নভেম্বর পর্যন্ত ৭১টি ডেলিভারী হয়েছে। শুধুমাত্র ২৪ নভেম্বর একদিনেই নরমাল ডেলিভারি হয়েছে ১০টি।
তবে হাসপাতালের বাইরে দালালদের দৌরাত্ব এবং অবৈধ ক্লিনিকে সিজার করা বন্ধ হলে আরও বাড়বে নরমাল ডেলিভারি, বললেন রোগীর স্বজনরা।
এদিকে, সিজারের নামে বাণিজ্য, দালাল চক্র এবং অদক্ষ ধাত্রীর হাত থেকে প্রসূতি মায়েদের রক্ষায় এবং নিরাপদে নরমাল ডেলিভারি করাতেই হাসপাতালের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সেবার মান উন্নীত করে চলেছেন। সবার সহযোগিতা পেলে স্বাভাবিক সন্তান প্রসব সংখ্যা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি হওয়া কয়েকজন রোগী জানায়, তাদের নরমাল ডেলিভারির শুরুতে ভয় লাগলেও স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মী ও চিকিৎসকদের সাহসে হাসপাতালে এসে নিরাপদে স্বাভাবিক প্রসব হয়েছে। এতে একদিকে যেমন খরচ বাঁচলো অন্যদিকে প্রসবকারী মা সুস্থ থাকল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিন প্রসূতি মায়েদের সাথে শুভেচ্ছা বিনিময় ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন এবং সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। এসময় আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক রায়, অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ ও মিডওয়াইফবৃন্দ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসনাত রবিন জানান, গত ২০২৩ সালে ৬৭৬টি ডেলিভারী সম্পন্ন হয়েছে। চলতি বছর ৭০০টি ডেলিভারী অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। শীতের মৌসুমে কম ডেলিভারী হলেও ২৪ নভেম্বর পর্যন্ত ৭১টি ডেলিভারী হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।