মায়ের আপত্তি, গোপনে বিয়ে করেন জাকির হোসেন

zakir hossen

বিনোদন ডেস্ক : কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণে মর্মাহত প্রায় সব অঙ্গনের মানুষই। আঙুলের জাদুতে মুগ্ধ করেছেন জাকির হোসেন। দীর্ঘ ক্যারিয়ারে গড়েছেন নানা কীর্তি। দেশ-বিদেশে পেয়েছেন অনেক পুরস্কার, সম্মাননা। বর্ণাঢ্য কর্মময় জীবনের বাইরেও ওস্তাদ জাকির হোসেনের ‘সিনেমাটিক একটি ব্যক্তিগত জীবন’ রয়েছে; যে জীবন প্রদক্ষিণ করেছে মার্কিন নারী আন্তোনিয়া মিনেকোলারকে কেন্দ্র করে।

zakir hossen

পরিচয়ের আট বছর পর মুসলিম আইন মেনে বিয়ে করেন জাকির হোসেন ও আনতোনিয়া। কিন্তু বিদেশিনি এবং ভিন্ন ধর্মের বউ ঘরে তুলতে আপত্তি জানান জাকির হোসেনের মা। একইভাবে আনতোনিয়ার বাবাও এই বিয়ে নিয়ে আপত্তি জানান। সর্বশেষ ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন এই দম্পতি।

আলি আকবর খানের মাধ্যমে আন্তোনিয়া ও জাকির হোসেনের প্রথম দেখা হয়। এ তথ্য উল্লেখ করে সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তোনিয়া মিনেকোলার বলেন, “আমি ভারতীয় নৃত্য সম্পর্কে কিছুই জানতাম না। তাই শাস্ত্রীয় সংগীত জানতে আলি আকবর খান সাহেবের কাছে গিয়েছিলাম। তাকে বলতে গিয়েছিলাম, ‘আমি ভারতীয় নৃত্য শিখতে চাই।’ সেখানেই প্রথম জাকিরকে দেখি। ওই রাতে কোনো কারণে আলিসাহেবের বাড়িতে ও ছিল। ওকে দেখেই মনে হয়েছিল ও খুব মিষ্টি। ওকে যেন অনেক দিন ধরেই চিনি।”

আন্তোনিয়ার নাচের ক্লাসের বাইরে রোজ দাঁড়িয়ে থাকতেন জাকির হোসেন। শুধু একবার যদি তার দিকে তাকিয়ে দেখেন আন্তোনিয়া। একবার যদি তার দিকে তাকিয়ে হাসেন। একই সাক্ষাৎকারে এমন অনুভূতির কথাই জানিয়েছিলেন জাকির হোসেন।

পরের ঘটনার বর্ণনা দিয়ে জাকির হোসেন বলেন, “আমাদের প্রথম দেখা হওয়ার বেশ কিছুদিন পর একসঙ্গে একটা বাড়িতে থাকতে শুরু করি। দেখা হওয়ার পর তা প্রেমে রূপ নিতে খুব বেশি সময় লাগেনি। যে কারণেই হোক টনি (আন্তোনিয়া মিনেকোলার ডাকনাম) আমার জীবনের লক্ষ্য হয়ে গিয়েছিল।”

আন্তোনিয়া ভিন্ন ধর্মের হওয়ায় আপত্তি জানায় জাকির হোসেনের মা। এজন্য বিয়ের খবরটি মায়ের কাছে গোপন রেখেছিলেন এই শিল্পী। জাকির হোসেন বলেন, “আমাদের পরিবারে এটাই ছিল প্রথম দুই ধর্মের বিয়ে। তাই বিয়ের পূর্ব পর্যন্ত আমার মায়ের কাছে গোটা ব্যাপারটাই গোপন ছিল। বিয়ের পর তাকে জানানো হয়। আমার মা নতুন বউকে মেনে নিতে না পেরে আলাদা হয়ে যান। তখন আমার পাশে দাঁড়িয়েছিলেন আমার গুরু, মানে আমার বাবা। মা কোনোদিনই বিদেশি বউকে মানেননি। ওর বাবাও আমাকে মেনে নেননি।”

রক্তে সুগার লেভেল বেড়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে

গত সেপ্টেম্বরে আন্তোনিয়া-জাকির হোসেনের বিবাহবার্ষিকী ছিল। এই দম্পতির দুই কন্যা। তারা হলেন— আনিসা কুরেশি, ইসাবেলা কুরেশি।

তথ্যসূত্র: দ্য ওয়াল