মায়ের ইচ্ছাটা আর পূরণ হলো না, বলল সীমানার ছোট্ট ছেলে

Simana

বিনোদন ডেস্ক : মাত্র ৩৯ বছরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। সীমানার মৃত্যুতে ভেঙে পড়েছে তার দুই সন্তানসহ পরিবারের সদস্যরা।

Simana

মঙ্গলবার (৪ জুন) না ফেরার দেশে পাড়ি জমান অভিনেত্রী। মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে অভিনেত্রীর অবুজ দুই শিশুসন্তান শ্রেষ্ঠ ও স্বর্গ। সীমানার বাবা-মায়ের কান্নায় ভারি হয়ে উঠেছিল আশপাশের পরিবেশ।

টানা ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সকাল ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সীমানা।

সীমানার মৃত্যুর পর তার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন সীমানার স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষিরা।

মায়ের মৃত্যু প্রসঙ্গে বড় ছেলে শ্রেষ্ঠ বলে, বৃহস্পতিবার রাত ১১টায় বাথরুম থেকে আসার পরই মার হাত পা একটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছিল। সাধারণত এ সমস্যা মায়ের প্রায়ই হতো। হলে হাত-পা ম্যাসাজ করে দিলে ঠিক হয়ে যেত। কিন্তু ওই দিন আর হয়নি।

শ্রেষ্ঠ আরও বলে, মা কথা বুঝতে পারছিল না। বমি করছিল। সিএনজি নিয়ে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা বলেন, ব্রেনের ক্ষতি হয়ে গেছে।

মায়ের স্মৃতি মনে করে শ্রেষ্ঠ বলে, মা আমাকে খুব ভালোবাসতো। আমিও মাকে খুব ভালোবাসতাম। আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে ক্যাডেটে পড়াবেন। কিন্তু সে ইচ্ছাটা আর মায়ের পূরণ হলো না।

রোমান্সে ভরপুর এই পাঁচটি ওয়েব সিরিজ দেখলে আপনার রাতের ঘুম উড়বে

সবশেষে শ্রেষ্ঠ বলে, আমার জন্য দোয়া করবেন। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।