মায়ের কোলে বসে থাকা এই ছোট্ট ছেলেটি আজ করছে টলিউডে রাজত্ব

বিনোদন ডেস্ক : বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেতা হিসাবে ঋদ্ধি সেন পরিচিত হয়ে উঠেছেন। তাঁর ‘ বিসমিল্লা ‘ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিতে তিনি অভিনয় করেছেন সহ- অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাথে। এছাড়াও নতুন নাটক ‘হ্যামলেটেও ‘ তিনি অভিনয় করছেন। তাঁর অভিনয় দর্শকরা বেশ পছন্দ করছে।

এখন অভিনেতা ঋদ্ধি ‘ ডাক্তার কাকু ‘ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিটি পরিচালনা করছেন পাভেল. তার ‘ বিসমিল্লা ‘ ছবিটি অগাস্ট মাসের মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবি নিয়ে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ” বাংলায় অসম প্রেমের গল্প রূপলী পর্দায় তুলে ধরা হচ্ছে। প্রায় বিদেশী ছবিতে এই ধরনের গল্প দেখে থাকি। এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে, প্রেমের কোন বয়স হয় না।’

শুভশ্রী দির সাথে শুটিং করতে পেরে বেশ ভালো লাগছে। শুভশ্রী দি খুবই ভালো অভিনেত্রী। শুটিং ফ্লোরের রোমান্টিক সিনগুলো শুট করার পর আমি আর শুভশ্রী দি দুজনেই সেগুলো হাসাহাসি করতাম। শুভশ্রী দির অভিনয় করার ক্ষমতা দারুণ। এই ছবিতে রাধা কৃষ্ণের অনুসঙ্গ দেখানো হয়েছে। ‘ সম্প্রতি অভিনেতা ঋদ্ধি সেন, ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন।

ছবিটিতে দেখা যাচ্ছে মায়ের কোলে ছোট ঋদ্ধি সেন বসে রয়েছেন। ছবিটি ঋদ্ধি সেন সোশ্যাল মিডিয়াই শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ আমরা ছবিটিতে ভালোবাসাটা রেখেছি। আমরা নিজেরা এর স্মৃতি বানিয়েছি। ‘ ছবিতে অভিনেতা লাল জামা পড়ে মা রেশমি সেনের কোলে বসে রয়েছেন।