জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুতা পায়ে ও হাসিমুখে শ্রদ্ধা নিবেদন করেছেন এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই বিষয় নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের সময় মেয়রসহ আরো তিনজন ছিলেন। মূল বেদিতে সবার পায়ে ছিল জুতা। একই সঙ্গে মেয়রের মুখে ছিল হাসি।
মেয়রে সঙ্গে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিল গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কলিন্স পার্থ। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
স্থানীয় সাংবাদিক মিঠুন গোস্বামী ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে লিখেছেন, জুতা পায়ে অট্টহাসিতে শোক দিবস পালন।
রেজা আক্তার নামে একজন তার ফেসবুকে দিয়ে লিখেছে, এরপরেও কি বলবেন তিনি আওয়ামী লীগ করে? দাঁত কেলাইয়া যে হাসি দিয়েছেন এবং পাদুকা পরে আজকের এই দিনে.. এতে কি প্রমাণিত হয় না তিনি মোস্তাকের দোসর? মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন এই যে, গোয়ালন্দ পৌর মেয়র একজন অবিকল মীর জাফর মোস্তাক, অবিলম্বে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।