স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালের কথা। কিলিয়ান এমবাপ্পেকে তখনো চেনে না ফুটবল বিশ্ব। চিনবেই বা কী করে? সে সময় এমবাপ্পের বয়স সবে ১৫। প্রতিভা থাকলেও বড় মঞ্চে সেটি মেলে ধরার সুযোগ আসেনি তখনো। অমিত প্রতিভাধর এমবাপ্পেকে চিনতে ভুল করেনি ফরাসি ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত ক্লাব স্তাদ মালেরবে কাঁ। ক্লাবটি এমবাপ্পেকে কিনতে উঠেপড়ে লাগে। চুক্তিও প্রায় হয়েই গিয়েছিল। তবে মালেরবে কাঁ লিগ-১ থেকে অবনমিত হলে শেষ পর্যন্ত চুক্তিটি ভেস্তে যায়।
সে ঘটনার প্রায় এক যুগ পরে এসে এমবাপ্পে এখন সময়ের সেরা তারকাদের একজন। দুর্দান্ত গতির সঙ্গে ক্ষিপ্রতা ও গোল স্কোরিং ক্ষমতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন ফরাসি মহাতারকা। জেতা হয়েছে বিশ্বকাপও। চলতি দলবদলেই পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার। এ মাসের শুরুতে মাদ্রিদের খেলোয়াড় হিসেবে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সান্তিয়াগো বের্নাব্যুতে।
নতুন খবর, মাদ্রিদে যোগ দিতে না দিতেই একটি ক্লাবের মালিক বনে যাচ্ছেন এমবাপ্পে। কোন ক্লাব? ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েনের খবর অনুসারে, ফরাসি লিগ-২ এর ক্লাব স্তাদ মালেরবে কাঁ-র শেয়ারের বড় অংশ কিনতে যাচ্ছেন ফরাসি সুপারস্টার।
ক্লাবটিকে লিগ-১ এ উন্নীত করার পাশাপাশি তরুণ ফুটবলার নিয়ে কাজ করতে চান এমবাপ্পে। লা পারিসিয়েনের খবর অনুযায়ী, প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার খরচ করে ক্লাবের শেয়ারের বড় অংশ কিনতে যাচ্ছেন এমবাপ্পে। ক্লাবটির বাকি ৫৪ লাখ ডলারের শেয়ার থাকবে পিয়েরে আন্তিন কাপতনের হাতেই।
এদিকে মাদ্রিদে যোগ দেওয়ার এখনো অভিষেকের অপেক্ষায় আছেন ২৫ বছর বয়সী এ ফরাসি স্ট্রাইকার। মাদ্রিদ এই মুহূর্তে প্রাক মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র সফরে থাকলেও কদিন আগেই ইউরোতে ব্যস্ত থাকা এমবাপ্পে সে সফরের অংশ নন। আশা করা হচ্ছে, আগামী মাসে উয়েফা সুপার কাপের ম্যাচে প্রথমবার মাদ্রিদের জার্সিতে দেখা যাবে এমবাপ্পেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।