স্পোর্টস ডেস্ক : নেইমার জুনিয়র ও লিওনেল মেসি ছেড়েছেন পিএসজি। দলটির সবচেয়ে বড় তারকা এখন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি জানে এমবাপ্পে তাদের কাছে কী, যার প্রমাণ একাধিকবার তারা পেয়েছে। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ডেথ গ্রুপ হিসেবে পরিচিত ‘এফ’ গ্রুপে রয়েছে পিএসজি।
তাই শুরু থেকেই নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই গত রাতে মাঠে নেমেছিল প্যারিসের জায়ান্টরা। প্রথম ম্যাচে সফলও হয়েছে।
জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে এবারের মৌসুমে সফল যাত্রা শুরু করেছে পিএসজি। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পরপরই এমবাপ্পের স্পট কিকে এগিয়ে যায় পিএসজি।
নিকলাস সুয়েলের হ্যান্ডবলে পেনাল্টি উপহার পায় স্বাগতিকরা। ভিথিনহার অ্যাসিস্টে ৫৮তম মিনিটে আশরাফ হাকিমি ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ জয়ের পর এমবাপ্পে প্রশংসায় মাতেন পিএসজি কোচ লুইস এনরিকে।
পিএসজি কোচ বলেন, ‘বিশ্বাস করুন, সে (এমবাপ্পে) বিশ্বসেরা।
মাত্র ২৪ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে ৬২ ম্যাচে ৪১ গোল করেছে এমবাপ্পে। সে একজন নেতা, তাকে ড্রেসিংরুমে পাওয়াটা আনন্দের। তার মুখে সব সময় হাসি থাকে, তার সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।