লা লিগায় দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর শিষ্যরা এবার লেভান্তেকে ৪-১ ব্যবধানে উড়িয়ে লা লিগায় তারা টানা ছয় নম্বর জয় তুলে নিল।
প্রথমে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির আগে তার অ্যাসিস্টে রিয়ালের হয়ে প্রথম গোল পান তরুণ মাস্তান্তুয়োনো।
দ্বিতীয়ার্ধের শুরুতে লেভান্তের হয়ে ইত্তা আইয়ং ব্যবধান কমালেও, পরে এমবাপ্পে জোড়া গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচের শুরুতে অবশ্য চাপেই ছিল মাদ্রিদ। লেভান্তের কার্লোস আলভারেজ ও দে লা ফুয়েন্তে কয়েকটি দারুণ সুযোগ নষ্ট করেন। কিন্তু ২৮ মিনিটে বাঁকানো শটে গোল করে মাদ্রিদকে এগিয়ে নেন ভিনিসিয়ুস।
এরপর ৩৮তম মিনিটে দুর্দান্ত পাল্টা আক্রমণ থেকে গোল করেন মাস্তান্তুয়োনো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আইয়ং কর্নার থেকে হেডে রিবাউন্ড কন্ট্রোল করে রিয়ালের জাল খুঁজে পান।
লেভান্তে ব্যবধান কমালেও এমবাপ্পে ছিলেন অপ্রতিরোধ্য। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে এমবাপ্পে ব্যবধান বাড়ান। কিছুক্ষণ পর আর্দা গুলেরের দুর্দান্ত পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে খালি জালে বল পাঠান ফরাসি তারকা।
এই জয়ে লা লিগায় টানা ছয় ম্যাচ জিতল রিয়াল। এমবাপে ছয় ম্যাচে সাত গোল করে আগুনে ফর্মে আছেন। আর ভিনিসিয়ুস প্রমাণ করলেন, দলে তার গুরুত্ব অপরিসীম।
অন্যদিকে, লেভান্তে নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে ১৭ ম্যাচের মধ্যে ১২টিতেই হেরেছে (জিতেছে ২, ড্র ৩)। প্রতিযোগিতার ইতিহাসে অন্য কোনো দলের বিপক্ষে এত বেশি হারের রেকর্ড নেই তাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।