স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে যোগ হয়েছে নতুন নাটকীয়তা। ভিয়ারিয়ালকে ২-০ গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে তারা পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখান কিলিয়ান এমবাপে। বিরতির পরপরই ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ফরাসি এই তারকা। চলতি মৌসুমে লা লিগায় ১৯ ম্যাচে এমবাপের গোলসংখ্যা এখন দাঁড়িয়েছে ২১-এ।
প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ফুটবল খেলেছে। আক্রমণ ও রক্ষণে ভারসাম্য রেখে খেলায় বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউই। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর মাঠে নামার সঙ্গে সঙ্গেই আক্রমণের গতি বাড়ায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ৪৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিচু ক্রস ভিয়ারিয়াল ডিফেন্ডাররা ঠিকভাবে সামলাতে না পারলে বল এসে পড়ে এমবাপের সামনে। কাছ থেকে জোরালো শটে তিনি বল জালে পাঠান।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র আক্রমণে সক্রিয় থাকলেও গোলের দেখা পাননি। ফলে লা লিগায় তার টানা গোলহীন ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩-তে।
৬২ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় ভিয়ারিয়াল। দানি পারেহোর দ্রুত নেওয়া ফ্রি-কিক থেকে ফাঁকায় বল পেলেও জেরার্দ মোরেনোর শট বারের ওপর দিয়ে চলে যায়।
শেষদিকে চাপ বাড়ালেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে আলফোনসো পেদ্রাসার ফাউলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় মাঝ বরাবর হালকা চিপ শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন এমবাপে।
জানুয়ারিতে লা লিগা পুনরায় শুরু হওয়ার সময় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হান্সি ফ্লিকের দলের অপ্রত্যাশিত হার শিরোপা লড়াইয়ে মাদ্রিদের সামনে নতুন সুযোগ এনে দেয়, যা এবার কাজে লাগালো তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


