উমরানকে বিরল বললেন ম্যাকগ্রা!

স্পোর্টস ডেস্ক : চলতি বছর আইপিএলে দুরন্ত পারফর্ম করেই নজরে এসেছেন উমরান মালিক। শ্রীনগরের বছর বাইশের জোরে বোলারের আগুনে পেস ছিল বাইশ গজে চর্চিত। আইপিএল ফিফটিনে একেবারেই মেলে ধরতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। তবে বল হাতে ব্যাটারদের একাই বুঝে নিয়েছিলেন উমরান। ধারাবাহিত ভাবে ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করেছিলেন তিনি। উমরানের আগুনে বোলিংয়ের মোকাবিলা করতে সমস্যায় … Continue reading উমরানকে বিরল বললেন ম্যাকগ্রা!