মানিকগঞ্জে এমসিপির গেট টুগেদার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে এমসিপি (সি এ প্রফেসনাল) সংগঠনের গেট টু গেদার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের বেউথা এলাকার ফিফ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের এডমিন প্যানেল সদস্য মোকলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাসেম এন্ড কোং চাটার্ড একাউন্ট এর এফসিএ পার্টনার মো.মোতালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিএ মো.মোতালেব হোসেন, মো.সেলিম রেজা, একলাস উদ্দিন, ছিব্বির হোসেন, নাফিস সজিব, জাহিদুল হক, ইয়াসমিন হোসনা ডালিয়া ও তমাল হোসেন।

এ সময় এডমিন প্যানেল সদস্য মো.রফিকুল ইসলাম রঞ্জু, মো.রবিন,মো.মতিউর রহমান,মো.শামীম হাসান,মো.মহীদুল ইসলাম,মো.আতাউল ইসলাম,মো.জাহাঙ্গীর আলমসহ সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

গেট টু গেদার অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, দিন দিন বিশ্ব বাজারে সিএর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ সংগঠনটি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ২০২২ সাল থেকে কাজ করছে।