আন্তর্জাতিক ডেস্ক : আবারও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশের পক্ষে সরব হলেন ভারতের সমাজকর্মী ও ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী মেধা পাটকর। বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি চুক্তিতে সম্মত হতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্ব নদী দিবস উপলক্ষে গত রোববার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার পৌরসভার প্রেক্ষাগৃহে এক আলোচনাসভায় অংশ নিয়ে তিই এই আহ্বান জানান।
আন্তর্জাতিক নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে হেলসিঙ্কি নিয়ম ও আন্তর্জাতিক আইনের উল্লেখ করে এই সমাজকর্মী বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তির যে খসড়া রূপরেখা তৈরি হয়েছিল, পানি ভাগাভাগির যে হিসাব হয়েছিল, সেই অনুযায়ী সামনে অগ্রসর হওয়া উচিত। এর জন্য আন্তর্জাতিক নদী কমিশনের উচিত পদক্ষেপ নেওয়া।’
মেধা পাটকর বলেন, ‘আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য নদীর পানি নিয়ে যে বিবাদ রয়েছে তা সমাধান করা জরুরি। কারণ, প্রকৃতি কখনোই চায় না তাকে (নদী) আটকে রাখা হোক। নদী সবসময়ই বহমান। এটি এক রাজ্য থেকে আরেক রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত এবং এই নদীকে কেন্দ্র করে যে বিবাদ তা রাজনৈতিক।’
পাটকর আরও উল্লেখ করেন, ‘সম্প্রতি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টনের মতো অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছে।’
আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন নদী বিশেষজ্ঞ গিয়াৎসো ডনজেন লেপচা, নদী আন্দোলনকারী অরূপ গুহ, আলিপুরদুয়ারের সাবেক কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় প্রমুখ।
এর আগে গত এপ্রিলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ‘বিপন্ন তিস্তা’ শিরোনামে এক নাগরিক সম্মেলনে মেধা পাটকর দাবি করেন, তিস্তার পানির সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। তিনি বলেন, ‘তিস্তার দুই পাড় দেখে আতঙ্কিত হচ্ছি। তিস্তায় একের পর এক বাঁধ নির্মাণ বিপর্যয় ডেকে আনবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।