মিডিয়ার মানুষগুলো বাবা-মা হলেই আমার ভয় হয় : সিদ্দিক

সিদ্দিক

বিনোদন ডেস্ক : বাবা-মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। আজ (১১ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে খবরটি জানতে পারেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

সিদ্দিক

নবজাতকের সঙ্গে তোলা পরীর ছবি ফেসবুকে পোস্ট করে নিজের একটি শঙ্কার কথা জানান এই অভিনেতা। তিনি লিখেছেন, ‘সকালে ঘুম থেকে উঠে একটা নিউজ চোখে পড়লো। পরীমণি মা এবং শরিফুল রাজ বাবা হয়েছে। সঙ্গে সঙ্গে আমার বাবা হওয়ার কথা মনে পড়ে গেল।

কারণ আমি বাবা হওয়ার আগে আমার বাবার অনুভূতিটা বুঝতে পারি নাই। আমি আজ বড় হয়েছি, তারপরও বাবা আমার জন্য রাত জেগে বসে থাকে, আমি ঘরে ফিরেছি কিনা? বারবার জিজ্ঞেস করে,সুযোগ পেলেই দরজার ফাঁক দিয়ে আমাকে একটু দেখে ছেলেটা ঘুমিয়েছে কিনা? আমিও আমার সন্তানের জন্য তাই করি। আসলেই সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্কটা ঠিক এমনই।’

সিদ্দিক আরও লেখেন, ‘আমাদের মিডিয়ার মানুষগুলো যখন বাবা-মা হয় ঠিক তখনই আমার কেমন যেন ভয় হয়। আমাদের ভুল সিদ্ধান্তের কারণে এই নিষ্পাপ সন্তানের জীবনটা নষ্ট হবে না তো? গত তিন বছর ধরে এ ভাবনাগুলো কেন যেন একটু বেশি পরিমাণে হয়। হতে পারে, আমার একমাত্র সন্তান আরশ হোসাইনের কারণে।’

জঙ্গলের রাজার সাথে তুমুল লড়াইতে মাতলো কিং কোবরা

এই অভিনেতা উল্লেখ করেন, ‘প্রবাদে আছে, চুন খেয়ে মুখ পুড়েছে, দই দেখলে ভয় লাগে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, সকলের প্রিয় পরীমণি এবং শরিফুল রাজের সন্তানের জন্য। বাবা সোনাটা তুমিও বড় হও বাবা-মার ভালোবাসা এবং দেশবাসীর দোয়া নিয়ে। তোমার জীবনের শত শত ঘটনা থাকুক, কিন্তু দুর্ঘটনা যেন না থাকে। আল্লাহপাক সবার সহায় হোক, আমিন।’