জুমবাংলা ডেস্ক : সাড়ে চার কোটিতে মেট্রো ট্রেনের ভেতরে বিজ্ঞাপন প্রচারের দায়িত্ব পেয়েছে বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। উন্মুক্ত দরপত্রের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পেল। মেট্রো রেল পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে মিডিয়াকমের এসংক্রান্ত একটি চুক্তি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে চুক্তি হয়।
একে বলা হচ্ছে ‘এক্সক্লুসিভ ইনসাইড ব্র্যান্ডিং সার্ভিসেস বিষয়ক’ চুক্তি। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আব্দুর রউফ এবং মিডিয়াকমের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সই করেন।
চুক্তি অনুযায়ী, আগামী বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শুধু মেট্রো ট্রেনের ভেতরে বিজ্ঞাপনী কার্যক্রম পরিচালনা করতে পারবে মিডিয়াকম। ট্রেনের ভেতরে নির্দিষ্ট জায়গায় আলোকিত ও অনালোকিত দুই ধরনের বিজ্ঞাপন প্রচার করা যাবে।
এ জন্য প্রতিষ্ঠানটি ডিএমটিসিএলকে চার কোটি ৫৮ লাখ ৩২ হাজার ২৫৪ টাকা পরিশোধ করেছে। এর বাইরে আয়কর বাবদ সরকারকে দিতে হয়েছে আরো প্রায় ৯০ লাখ ৭০ হাজার টাকা।
ডিএমটিসিএল সূত্র বলছে, এমন চুক্তির ফলে অন্য কোনো প্রতিষ্ঠান ট্রেনের ভেতরে সরাসরি বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। এমনকি ডিএমটিসিএলের কাছেও এই এখতিয়ার থাকছে না।
যারাই বিজ্ঞাপন প্রচার করতে চাইবে তাদের মিডিয়াকমের মাধ্যমে করতে হবে। মিডিয়ামের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো মেট্রো রেলের ভেতরে নিরবচ্ছিন্নভাবে ভিডিও বিজ্ঞাপন, ডাইনামিক ও ফিক্সড স্টিকার বিজ্ঞাপন চালাতে পারবে।
এক প্রশ্নের জবাবে ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বলেন, তারা (মিডিয়াকম) ট্রেনের ভেতর বিজ্ঞাপন চালাতে পারবে, স্টেশনগুলোতে নয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমেই প্রতিষ্ঠানটি কাজ পেয়েছে। দরপত্রের উল্লেখ ছিল, চুক্তির মেয়াদ শেষে দুই পক্ষ সন্তোষজনক অবস্থানে থাকলে নতুন দরপত্র আহ্বান না করেই তাদের সঙ্গে আরো এক বছর মেয়াদ বাড়ানো যাবে।
সে ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে এই বছরের তুলনায় আগামী বছর আরো ১০ শতাংশ অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেট্রো রেল লাইন-৬-এর প্রকল্প পরিচালক মো. আফতাবউদ্দিন তালুকদার, ডিএমটিসিএলের পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, সংকেত ও টেলিযোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এবং মিডিয়াকমের অর্থ ও হিসাব বিভাগের প্রধান আলিম শেখ, আউট অব হোমের বিভাগীয় প্রধান সানাউল আহমেদ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।