আন্তর্জাতিক ডেস্ক : রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী। ওই সময়ই সেই রাস্তায় যদি বিশ্বের সবচেয়ে খাটো নারী হেঁটে যান, তা দেখতে কেমন লাগবে? প্রায়ই এইরকম এক দৃশ্যের অবতারণ হয়েছে গত ১৩ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে একসাথে বসে চা খেয়েছেন দুজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ১৩ নভেম্বর ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দিবস। এবার দিনটি স্মরণে রাখতে বিশ্বের সবচেয়ে খাটো নারী জ্যোতি আমগি ও সবচেয়ে লম্বা নারী রুমেইশা গেলজিকে একত্র করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। তাঁরা বিকেলে বসে দ্য সেভয় হোটেলে চা পান করে।
এরপর সকালে একসঙ্গে নাস্তা করেন দুজন। একান্তে আলাপের সুযোগ পান। নিজেদের গল্পগুলো শেয়ার করেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, তুরস্কের রুমেইশা গেলজি ৭ ফুট দশমিক ৭ ইঞ্চি লম্বা। আর জ্যোতির উচ্চতা ২ ফুট দশমিক ৭ ইঞ্চি। দুজনের মধ্যে উচ্চতার পার্থক্য ৫ ফুট। এই দূরত্ব ছাপিয়ে বন্ধু হয়ে গেছেন তারা।
https://x.com/GWR/status/1859482878264082862?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1859482878264082862%7Ctwgr%5Ec42fc163e5d7b344ca28aaf472bc0a9705a38b3f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-6384026182449252010.ampproject.net%2F2410292120000%2Fframe.html
এই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তুরস্কের রুমেইশা গেলজি বলেন, ‘জ্যোতির সঙ্গে এই প্রথম দেখা হলো আমার। খুব ভালো লাগছে। তিনি দারুণ এক নারী। অনেকদিন ধরেই তার সঙ্গে দেখা করার ইচ্ছা আমার।’
আর জ্যোতির ভাষ্য, ‘এমনিতে আমি তো আমার চেয়ে লম্বা মানুষদের দেখে অভ্যস্ত। তবে এবার দেখা হলো সবচেয়ে লম্বা নারীর সঙ্গে। দেখা হয়ে ভালো লাগছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।