আন্তর্জাতিক ডেস্ক : কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এরপরই বৈঠক করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে।
বুধবারের (১২ জুন) এ বৈঠককে সফল বলে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর ও নিউ আরব।
আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি সম্মেলন। সেই আয়োজনকে ঘিরে আলোচনা করেন এই দুই নেতা। এর পাশাপাশি, সৌদি-ইউক্রেন দ্বিপাক্ষিক নানা ইস্যুতেও আলোচনা হয় তাদের মধ্যে।
হাটে নজর কেড়েছে ‘রাজা বাবু’ ও ‘কালো পাহাড়িয়া’, কত হাঁকাচ্ছেন দাম?
১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হবে পিস সামিট। কিয়েভের লক্ষ্য, ইউক্রেন থেকে রুশ বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে মস্কোর ওপর চাপ সৃষ্টি করা। এ লক্ষ্যেই বিভিন্ন দেশে সফর করছে জেলেনস্কি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।