জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আশরাফুল আলম ও অসীম। নিহত আশরাফুল আলম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের আলাল শেখের ছেলে এবং অসীম একই উপজেলার চরচৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। আশরাফুল আলম গজারিয়ার ডক্টর মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষ ও অসীম মেঘনা শিল্পনগরী স্টার ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে দুই বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের মেঘনা সেতুতে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যানের ধাক্কা দেয়। এতে তারা দুইজন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।