জুমবাংলা ডেস্ক : মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির কোরাল মাছ। প্রায় ১০ কেজির এই মাছ বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।
শুক্রবার (১০ জানুয়ারি) ভোলার ইলিশা চডার মাথা মাছ ঘাটে মাছটি বিক্রি হয়। এর আগে মেঘনা নদীতে পাবনা জেলার খালেক মাঝির জালে বিশাল মাছটি ধরা পড়ে।
জেলেরা জানান, শীত মৌসুম হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে মেঘনায় মাছ কম ধরা পড়ছে। মাছ শিকারে গিয়ে অনেকেই ফিরে আসছেন খালি হাতে। গত বৃহস্পতিবার কোরাল মাছটি জেলের জালে ধরা পড়ে।
পরে শুক্রবার সকালে ভোলার ইলিশা চডারমাথা মাছ ঘাটের সাজী মৎস্য আড়তের মালিক আলামিন সাজি ৯ কেজি ৯শ গ্রাম ওজনের মাছটি ১০ হাজার টাকায় কিনে নেন। কোরাল মাছের ওজন প্রতি ৬ মাস থেকে ২ বছরের মধ্যে ৩৫০ গ্রাম থেকে ৩ কেজি পর্যন্ত হয়ে থাকে। ১০ কেজি ওজনের কোরাল মাছ পাওয়া অনেকটা দুষ্কর বলে জানিয়েছেন জেলেরা।
খালেক মাঝি বলেন, আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ১০ কেজি। ১০ হাজার টাকা দামে এটি স্থানীয় আড়তদারের কাছে বিক্রি করেছি। মেঘনায় এখন কোরাল মাছ কম উঠছে। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে।
সূত্র: ইত্তেফাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।