বিনোদন ডেস্ক : এক সময় নাটকে যে শিল্পীরা রাজত্ব করছেন বলতে গেছে তারা আজ নাটকে খুবই কম। অনেকে তো একেবারেই নাটক করছেন না। এই যেমন আফরান নিশো নাটকে নেই একেবারেই যেনো, অপূর্বও কমিয়ে দিয়েছেন। নাটকে অভিনয় কমিয়েছেন মেহজাবীন চৌধুরী। এবার ঈদে মাত্র একটি নাটক করেছেন তিনি।
অভিনয় কমিয়ে দেওয়া প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘এটা যেমন জরুরি, তেমন কঠিনও। আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন অনেক শেখার প্রয়োজন ছিল, অভিজ্ঞতার প্রয়োজন ছিল। সে জন্য অনেক নির্মাতা-শিল্পীর সঙ্গে বিভিন্ন ধরনের কাজ করেছি। প্রতিক্রিয়া যেমনই আসুক না কেন, প্রত্যেকটা কাজ থেকে আমি শিখেছি। ওই শিক্ষাটা নিয়েই আমার এত বছরের ক্যারিয়ার। আমাদের দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই, যেখানে গিয়ে অভিনয় শেখা যাবে।
তাই কাজের মাধ্যমেই শিখতে হয়। এই চেষ্টায় আমি নির্মাতাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। গুণী অভিনেতা-অভিনেত্রীরাও সুযোগ দিয়েছেন তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার। তাঁদের শেখানো পথেই আমি হেঁটেছি; তাই এখন বলতে পারি, গল্প পছন্দ হলেই কাজ করব, অন্যথায় না। আর এই স্যাক্রিফাইসটা অবশ্যই কঠিন। কারণ প্রত্যেক শিল্পী চান, বছরজুড়ে তাঁর অনেক কাজ থাকবে, জনপ্রিয় হবে। কিন্তু এত মানুষের ভালোবাসা পাওয়ার পর এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, পরবর্তী প্রতিটি কাজ আলাদা হোক।
কিছুদিন কিছু এক ভিডিওতে পশ্চিমবঙ্গের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী দীপা মল্লিক মেহজাবীনের প্রশংসা করেছেন। বিষয়টিতে অবাক হয়েছেন মেহজাবিন। বললেন, ভিডিওটা দেখে আমি নিজেই অবাক হয়েছি। ভাবিনি, তারা আমাদের কাজ এত মনোযোগ দিয়ে দেখেন, পছন্দ করেন, নাম পর্যন্ত মনে রাখেন। এটা সত্যিই অনেক বড় পাওয়া। এত সিনিয়র, গুণী মানুষ আমাকে এ রকম বার্তা দিয়েছেন। এটা আমার কাছে আশীর্বাদ।
সিনেমায় কাজ নিয়ে মেহজাবীন জানান, নতুন ছবির কথা চলছে। কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছি না। ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ ছবির কাজ শেষ হয়েছে, সেগুলো নিয়ে শিগগিরই ঘোষণা আসবে। অবশ্যই এই বছরের মধ্যে সুখবর আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।