বিনোদন ডেস্ক : বড় যে কোনো উৎসব আয়োজন মানেই তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পরিবেশনা। মাছরাঙা টিভির ‘স্কয়ার সুরের সেরা জুনিয়র’ সংগীতবিষয়ক রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে নাচ নিয়ে হাজির হবেন তিনি। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে ‘প্রজাপতিটা যখন তখন’– গানের সঙ্গে পারফর্ম করতে তাঁকে দেখা যাবে। শিশুদের এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
মেহজাবীন বলেন, ‘শিশুরা বরাবরই আমার খুব প্রিয়। ওদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। শিশুদের নিয়ে এ ধরনের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। আশা করছি, শিশুদের সঙ্গে সুন্দর ও আনন্দময় সময় কাটবে।’
মৌসুমী মৌ-এর উপস্থাপনায় রিয়েলিটি শোটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। আয়োজনে বিচারক হিসেবে আছেন ফাহমিদা নবী, পিন্টু ঘোষ ও মেহের আফরোজ শাওন। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হচ্ছে ‘স্কয়ার সুরের সেরা জুনিয়র’ অনুষ্ঠানটি।
স্কয়ার গ্রুপের কর্মীদের ৬ থেকে ১২ বছরের সন্তানরা অংশ নিয়েছে এই শোতে। আগামী ৮ ডিসেম্বর হোটেল শেরাটনে গ্র্যান্ড ফিনালের রেকর্ডিং অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি মাছরাঙায় প্রচার হবে ২৯ ডিসেম্বর। এ আয়োজনে মেহজাবীন ছাড়াও অভিনেতা ও গায়ক শিবলু মৃধা ‘সাদা সাদা কালা কালা’, মেহের আফরোজ শাওন ‘ইলশেগুড়ি’ ও পিন্টু ঘোষ ‘বুঝি না’ গানটি গাইবেন। এ ছাড়া সুরের সেরার জুনিয়রের পাঁচ শীর্ষ প্রতিযোগীকে নিয়ে রয়েছে একটি বিশেষ মেডলি।
এদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে আজকাল আর নাটকে তেমন একটা পাওয়া না। এ বছর শুধু ‘পুনর্জন্ম’ ও ‘আমি কি তুমি’ নাটকে অভিনয় করেছেন তিনি। ওটিটিতেই রয়েছে তাঁর ব্যস্ততা। সম্প্রতি তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ মুক্তি পেয়েছে আইস্ক্রিনে। শিহাব শাহীনের পরিচালনায় এ কাজটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।