বিনোদন ডেস্ক : বন্ধুরা যখন আমেরিকায় ঝাঁ-চকচকে আকাশে উড়ছেন, তিশা তখন গ্রামের বাড়িতে খুঁজে ফিরছেন মাটির সোঁদা গন্ধ। এই ফাঁকে সদ্য পশ্চিমে ঢলে পড়া ঈদে যেন বর্ণিল সন্ধ্যা টেনে আনলেন একাই তানজিন তিশা। নাটকে এবার এই তিশাকে চোখে পড়েছে সবচেয়ে আলাদা আবহে, নানান মাত্রার চরিত্রে। পুতুলের সংসার, শরবত, আই অ্যাম ডিভোর্সড, কঞ্জুস ২, আঁধার, এভাবেও ভালোবাসা যায়- চেখে দেখুন নাটকগুলো। দেখা পাবেন পরিণত এক তিশাকে।
যদিও তানজিন তিশাকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করার জন্য এই দালিলিক রচনা নয়। বরং তার বিপরীত। এই খবরের মূল বিষয় ভিউ! যার সঙ্গে ভালো বা মন্দ অভিনয়ের বিশেষ কোনও সম্পর্ক নেই। কারণ, ফেসবুক-ইউটিউবে প্রচুর ভিউ মানেই মানসম্পন্ন, সেটি এখনও কেউ প্রমাণ করতে পারেনি। তবে মান প্রমাণের সহায়ক ভূমিকা পালন করে এই ভিউ। তেমনই একটি মাইলফলক ছুঁলেন তানজিন।
দেশের প্রথম নাট্যাভিনেত্রী হিসেবে এর আগে কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিলেন মেহজাবীন চৌধুরী। এবার মেহজাবীনের ফলকটি ছুঁয়ে দিলেন তিশা। সোমবার (১০ জুলাই) নাগাদ তার অভিনীত ৫১টি নাটক ইতোমধ্যে কোটি ভিউয়ের ক্লাবে প্রবেশ করেছে।
গ্রামের বাড়ি শরীয়তপুর থেকে তিশা ঢাকায় পাঠালেন সুখবরটি। বললেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের খবর যে ইউটিউবে ৫১টি নাটক কোটিবার দেখেছেন দর্শকরা! আমি চেষ্টা করছি সবাইকে আরও ভালো কাজ উপহার দেওয়ার জন্য। সেই চেষ্টাটি গত ঈদেও ছিল।
আমার নির্মাতা ও দর্শকদের সাপোর্ট না পেলে হয়তো এটা সম্ভব হতো না। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
সচেতনভাবেই এরপর একটা ডিসক্লেমার দিতেও ভুল করলেন না মেধাবী তিশা। ভিউ প্রসঙ্গে নিদের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করলেন এভাবে, ‘ভিউ একটা সংখ্যা মাত্র, সেটা আমি জানি। একটা কাজ ভিউ হলো মানে কাজটা অনেক বেশি দর্শক দেখেছে। এটাও সত্যি, ভিউ আর মান দুটো আলাদা বিষয়। যেহেতু কাজগুলোতে অনেক ভিউ হয়েছে তার মানে দর্শক পছন্দ করেছেন। তবে কাজের ক্ষেত্রে আমি এখন মানটা সবার আগে দেখি। যেমন, এবার ঈদে মাত্র পাঁচটা কাজ করেছি, কাজগুলো দর্শক পছন্দও করেছেন। সংখ্যায় কম হলেও মানসম্পন্ন কাজটাই করতে চাই এখন থেকে। যে নাটকের মাধ্যমে যেমন ভিউ হবে তেমন প্রশংসাও পাবো অভিনেত্রী হিসেবে।’
তিশা অভিনীত ‘কঞ্জুস ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ২’ নাটক দুটি সর্বশেষ কোটির ক্লাবে প্রবেশ করে। তারও আগে একই ক্লাবে অবস্থান করছিল ৪৯টি নাটক। নামগুলো যাচাই করা যেতে পারে- অবুঝ দিনের গল্প, ঘটক, শেষটা অন্যরকম ছিল, প্রেমছবি, ছেলেটা বেয়াদব, জীবন, এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, দ্যা এন্ড, হঠাৎ দেখা, মোবাইল চোর, একবার বলো ভালোবাসি, তাকে ভালোবাসা বলে, কেমন যেন তুমি, শুনতে কী পাও, ভালোবাসি তুমি আমি, মি এন্ড ইউ, অনলি মি, মধ্যবিত্ত, আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না, প্রেমে পড়া মানা, আমার প্রেম তুমি, ভালোবাসা তুই, খুঁজছি তোমায়, এক মুঠো প্রেম, হ্যালো শুনছেন?, আনটোল্ড লাভস্টোরি, ভেরি রিসেন্টলি, বউ এত সুইট কেন?, লুল, আফ্রিকান বউ, অবুঝ দিনের গল্প-২, তুমি আমার হবে, ওয়েডিং ক্রাশ, দরদ, এক্স-ওয়াইফ, আই অ্যাম সিঙ্গেল, বিউটিফুল লায়ার, ওলট পালট, অ্যারেঞ্জ লাভ, ডিয়ার লাভ, ব্রেকআপ, প্রেম অল্প স্বল্প, নয় অভিনয়, কঞ্জুস, বেয়াইন আই লাভ ইউ, চিংকি পিংকি, ওয়াইফ অব দ্য ইয়ার এবং মেয়েটির চোখে ছেলেটি ভালো না।
শুরুতে লেখা তানজিন তিশার বন্ধুরা মানে মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। দুজনেই লম্বা সময় নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। বিপরীতে ঈদের পর থেকেই গ্রামের বাড়ি শরীয়তপুরে পরিবারের সঙ্গে আছেন তানজিন তিশা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।