রহস্যের ইঙ্গিত দিয়ে মেহজাবীন আসছেন নতুন চেহারায়

আমি কী তুমি মেহজাবীন

বিনোদন ডেস্ক : চোখেমুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকার চোখ গড়িয়ে পড়ছে পানি। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় একগুচ্ছ ফুল। শুক্রবার বিকালে এমন রহস্যময় লুকেই দেখা গেল ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীনকে। অন্তর্জালে তাকে এভাবে দেখে নেটিজনরা বলছেন, এ কোন মেহজাবীন?

আমি কী তুমি মেহজাবীন

দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ আসছে তাদের প্রথম কনটেন্ট ‘আমি কী তুমি’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। মূলত এই সিরিজটির লুক পোষ্টার প্রকাশ হয়েছে। যেখানে রহস্যময়ী রূপে হাজির হয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে ‘আমি কী তুমি’ আট পর্বের ওয়েব সিরিজে, যা শিগগির মুক্তি পাবে।

‘আমি কী তুমি’ ওয়েব সিরিজ বড় পরিসরে নির্মাণ করেছেন ভিকি জাহেদ। তিনি জানান, ১৭দিন শুটিং করেছেন, যা ওটিটি কনটেন্টের জন্য যথেষ্ট সময়।

নিজ এলাকায় সিনেমা হল বানানোর ঘোষণা আফরান নিশোর

‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন।’