নেট দুনিয়া কাঁপানো সেরা ৫টি ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

Web Ser

বিনোদন ডেস্ক : ভারতে আজকাল শুরু হয়েছে ওটিটি প্লাটফর্ম এর যুগ। অনেক মানুষ এই ধরনের প্লাটফর্মে নানা ধরনের কনটেন্ট সার্চ করছেন এবং প্রচুর কনটেন্ট কনজিউম করছেন। এই ধরনের ওয়েবসাইটে এমন কিছু কনটেন্ট আপনি পেয়ে যান, যা আপনি হয়তো কখনোই থিয়েটারে গিয়ে দেখতে পারবেন না।

Web Ser

সাহসী কিছু বোল্ড দৃশ্যের পাশাপাশি এই ধরনের ওয়েব সিরিজ অনেকের কামনা তৃপ্তিতেও কার্যকরী হয়ে ওঠে। আজ সেরকমই ৫টি ওয়েব সিরিজের ব্যাপারে, আলোচনা করব যা আপনাকে অবশ্যই ঘরের দরজা বন্ধ করে দেখতে হবে।

Melting Cheese    Ullu Presents   Shikha chabra, Naina Mukhi, Sachin Verma

১. এই তালিকার প্রথম ওয়েব সিরিজ হলো মেলটিং চিজ। এই ওয়েব সিরিজটি উল্লু প্লাটফর্মে রয়েছে এবং এই ওয়েব সিরিজের কিছু দৃশ্য আপনাকে স্ক্রিনের সাথে পুরোপুরি ভাবে বেঁধে রাখবে। এই ওয়েব সিরিজে বেশ আকর্ষণীয় একটি গল্প রয়েছে এবং তার সঙ্গেই অভিনয়ের মাধ্যমে সকলেই দর্শকদের চমকে দিয়েছেন।

২. তালিকার দ্বিতীয় ওয়েব সিরিজটি হলো হালালা এবং এই ওয়েব সিরিজটি উল্লু প্লাটফর্মে রয়েছে। এই ওয়েব সিরিজে জীবনের রুঢ়বাদীতা নিয়ে আলোচনা করা হয়। এই ওয়েব সিরিজে অভিনেত্রী শাফাক নাজ দারুন অভিনয়ের মাধ্যমে দর্শকদের চমকে দিয়েছেন।

৩. তালিকার তৃতীয় ওয়েব সিরিজ হলো রোমিও ও জুলিয়েট যেখানে উইলিয়াম শেক্সপিয়ারের ক্লাসিক নাটকের দুর্দান্ত চিত্রায়ন করা হয়েছে। এই ওয়েব সিরিজে অভিনেত্রী ঊষা বচানি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

৪. যদি আপনি কামুক খুব ওয়েব সিরিজ দেখতে চান তাহলে আপনার অবশ্যই চরম সুখ ওয়েব সিরিজটি দেখা উচিত। একাধিক সিজন এবং এপিসোড নিয়ে এই ওয়েব সিরিজটি উল্লু প্লাটফর্ম এর সব থেকে জনপ্রিয় ওয়েব সিরিজ।

যুক্তরাষ্ট্রে যে কারণে সর্ষের তেলে রান্না নিষিদ্ধ

৫. দুটি সিজন নিয়ে এই তালিকায় পরবর্তী স্থানে জায়গা করে নিয়েছে সাইজ ম্যাটারস। এই ওয়েব সিরিজে প্রেম, বাসনা এবং বিশ্বাসঘাতকতার একটা দারুন মিশেল আপনি দেখতে পাবেন।