জুমবাংলা ডেস্ক : জামালপুর সদর উপজেলার বটতলা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এ সময় অনুষ্ঠান শেষে জুতা পায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় এমপিসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি মোজাফফর হোসেনসহ অন্য অতিথিরা জুতা পায়ে মঞ্চে উঠেন। পরে বিকেল ৪টার দিকে অনুষ্ঠান শেষ হয়। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম।
জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর সেলিম জানান, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ছাড়া অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না। জুতা নিয়ে শহীদ মিনারে উঠা ভাষাশহীদদের প্রতি অবমাননার সামিল। যারা এটা করেছেন তারা ঠিক করেননি।’
জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম জানান, ‘শনিবার দুপুরে তিনি অনুষ্ঠানে ছিলেন। স্কুল কর্তৃপক্ষ শহীদ মিনারে মঞ্চ বানিয়ে অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানে সব অতিথিরা জুতা পায়ে মঞ্চে উঠেছেন। তাদের সঙ্গে তিনি উঠেছেন।’
বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা জানান, ‘স্কুলে প্রতিবছর শহীদ মিনারেই অনুষ্ঠান করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও করা হয়েছে।’
জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল বলেন, ‘কোনো মানুষের শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে ওঠা ঠিক নয়। এটাতো সাধারণ মানুষও জানে।’
এ বিষয়ে কথা বলার জন্য এমপি মোজাফফর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে তার ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে বলেন, ‘অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে এমপি স্যারসহ আমরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলাম। তখন মঞ্চে অন্যান্য অতিথিরা বসে ছিলেন। অপরদিকে পুরো শহীদ মিনার ছিল পর্দায় আবৃত। এ কারণে কোনো কিছুই বুঝার উপায় ছিল না। অন্যায় কিছু হয়ে থাকলে সেটা স্কুল কর্তৃপক্ষের।’
এ সময় উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি মোজাফফর হোসেন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবদুল জলিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ কে আজাদ, সদস্য মো. আবুল খায়ের, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলীম, সহ-সভাপতি মো. মাহামুদুল হাসান, সহ-সভাপতি মো. সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফসহ অনেকেই। সূত্র : আরটিভি অনলাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।