লাইফস্টাইল ডেস্ক : পছন্দের শার্ট পরতে সবাই পছন্দ করেন, কিন্তু এই শার্টে বা টি-শার্ট পকেট কেন থাকে, তা কি ভেবে দেখেছেন? কী মজাদার ইতিহাস লুকিয়ে আছে এর পিছনে? তা জানতে ইচ্ছে করে না? আসল কারণ শুনলে আপনি চমকে যাবেন।
শার্ট বা টি-শার্ট আমাদের সবার সংগ্রহেই আছে। পুরুষ থেকে শুরু করে মহিলাদের, সবার কালেকশনেই এই টি-শার্ট ও শার্ট আপনি পাবেন। ফর্ম্যাল হিসেবেও যেমন এই শার্ট পরা হয়। আবার অনেকেই ক্যাজুয়াল আউটফিট হিসেবে স্টাইল করে নেন এই শার্ট। আর টি শার্ট তো সবার মধ্য়েই ভীষণ জনপ্রিয়।
পুরুষ ও মহিলারা এখন টি-শার্টকে বেশ গুরুত্ব দেন। যে কোনও দিনে ক্যাজুয়াল লুকে স্টাইল করেন টি-শার্ট। দেখতেও লাগে অসাধারণ। নানা রঙের টি-শার্ট থেকে শুরু করে নানা ধরনের স্লোগান টি-শার্ট আমাদের সবার মধ্য়েই বেশ জনপ্রিয়। কিন্তু আপনি নিশ্চয়ই এই ব্যাপারটিও লক্ষ্য করেছেন যে, ছেলেদের শার্টে যেমন পকেট থাকে, মেয়েদের শার্টে থাকে না!
দু-চারটে ‘পকেট কথা’
ফরাসি শব্দ ‘poque’ থেকেই এই পকেট শব্দটি এসেছিল বলে মনে করা হয়। ফরাসি শব্দের আক্ষরিক অর্থ ব্যাগ। উনবিংশ শতাব্দী পর্যন্ত পকেট ছিল অন্যরকম। অর্থাৎ, আমরা এখন যে ধরনের পকেট দেখে অভ্যস্ত, তার থেকে অনেকটাই আলাদা ছিল এই পকেট।
আসলে পোশাকের সঙ্গে ছোট ছোট ব্যাগ বা পাউচ আলাদা করে যোগ করা হত। যা বিশেষ কাজেই ব্যবহার করতেন সবাই। এখন শার্টে বা পোশাকে যেমন পকেট যোগ করা হয়, সেরকম ছিল না সেই সময়ে। ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এখন আপনি শার্টে যেরকম পকেট দেখেন, তা আধুনিক।
নানা পকেট দেখতে পাবেন আপনি
আপনি এখন নানারকম পকেট দেখতে পাবেন। শার্টে পকেট থাকে। আপনি কুর্তা বা পাঞ্জাবিতেও পকেট দেখতে পাবেন। একইরকমভাবে ট্রাউজারে ও জিন্সেও পকেট দেখতে পাবেন আপনি। জিন্সের একটি বড় পকেটের উপরে ডানদিকে আবার একটি ছোট পকেটও যোগ করা হয়।
সেই ছোট পকেট কেন থাকে, তার পিছনেও রয়েছে একাধিক কারণ। আপনি নিশ্চয়ই খুচরো এক, দুই টাকা রাখার জন্য এই পকেট ব্যবহার করে থাকেন। কিন্তু আসলে কি জানেন, এই পকেট কেন জিন্সে দেওয়া শুরু হয়েছিল? আসলে ওগুলো ছিল ওয়াচ পকেট। ছোট ঘড়ি রাখতে ব্যবহার হত এই পকেট।
মহিলাদের শার্টে পকেট থাকে না কেন?
ঠিক কী কারণে মহিলাদের পোশাকে পকেট থাকে না? এর পিছনে নানা কারণ সন্ধান করে থাকেন অনেকেই। আসলে এর পিছনে কোনও বৈজ্ঞানিক কারণ নেই! কিন্তু পুরনো মানসিকতাই এর সঙ্গে জড়িয়ে আছে। প্রাচীন সময়ে যেহেতু পকেট রাখা হত না, সেই সময় থেকেই একই বিষয় চলে আসছে।
যদিও মহিলারা এর প্রতিবাদ করেছেন। তাঁরা পোশাকে পকেট রাখার দাবিও জানিয়েছেন। এখন মহিলারা নিজেদের পছন্দ মতো পোশাকে পকেট যোগ করেন। সেরকম ধরনের পোশাক পরেন, যা তাঁদের নিজের পছন্দ। আসলে আমি পোশাকে পকেট রাখব কিনা, তা একান্তই আমার নিজের পছন্দ। এটাতেই গুরুত্ব দেওয়া উচিত!
কখনও কি ভেবে দেখেছেন, কেন ছেলেদের শার্টে বুক পকেট থাকে? যা মেয়েদের শার্টে থাকে না?
আসলে প্রথমে ছেলেদের শার্টেও পকেট ছিল না। কিন্তু হঠাৎ করেই কি একদিন ছেলেদের শার্টে পকেট যোগ করা হল? ঠিক তাও নয়। তাহলে কীভাবে এল এই কনসেপ্ট? আসলে প্রায় ৫০০ বছরের পুরনো এই পকেট। কিন্তু শার্টে বা টি-শার্টে সম্প্রতিই যোগ করা হয়েছে এই বুক পকেট।
১৯৫০-৬০-এর সময় থেকেই শার্টে পকেট যোগ শুরু হয়। কারণ সেই সময়ে ওয়েস্ট কোট পরার চল কমতে থাকে। এবং মানুষ টি-শার্টকেই আউটারওয়্যার হিসেবে পরতে শুরু করেন। তাই এই বুক পকেট রাখা হয়। যেখানে পুরুষরা একাধিক জিনিস রাখতে পারেন। পেন, সিগারেট থেকে শুরু করে প্রয়োজনীয় দুই একটি কাগজও রাখা যেতে পারে এই পকেটে।
পকেট দিয়ে যায় চেনা?
আসলে আপনি যেমন পোশাকই পরুন, তা নিজের কম্ফোর্টের কথা মাথায় রেখেই পরা ভালো। আপনি যদি কোনও পকেট দেওয়া পোশাক পরতে কম্ফোর্ট বোধ করতেন, তাহলে তা পরুন। মহিলাদের পোশাকে পকেট প্রায় থাকেই না বললে চলে। শার্ট, ড্রেস বা স্কার্টে থাকে না পকেট। কিন্তু এখন অনেক ব্র্যান্ড মহিলাদের পোশাকেও পকেট যোগ করা শুরু করেছে। আর আপনি যদি নিজের পোশাকে পকেট চান, তাহলে তা আলাদা করে সেলাই করে নিন।
ছেলেদের ক্ষেত্রে বিষয়টি উলটো। আপনি যদি নিজের পোশাকে পকেট না চান, তাহলে পকেট ছাড়া টি-শার্ট কিনুন। নিজের স্টাইলিং ও কম্ফোর্টকে গুরুত্ব দিন সব সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।