কলকাতার রাস্তায় ‘মেন্টাল’ নুসরত-যশ, ভাইরাল ভিডিও

নুসরত-যশ

বিনোদন ডেস্ক : শহরের আকাশ মেঘলা। অল্প স্বল্প বৃষ্টিও। কিন্তু তাতে কী! যদি মেন্টাল হয়ে ক্যামেরার সামনে আসা যায় তাহলে তো জমে যাবে! হ্য়াঁ, ব্যাপারটা ঠিক এরকমই।

নুসরত-যশ

আসল গপ্পোটা হল, বৃহস্পতিবার শহরে শুরু হল যশ ও নুসরতের নতুন ছবি ‘মেন্টালে’র শুটিং। আর সেই শুটিংয়ের ভিডিওই সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন নুসরত ও যশ।

প্রযোজনা সংস্থা খুলেছেন যশ -নুসরত। সম্ভবত ছেলে ঈশানের নামেই প্রযোজনা সংস্থার নামকরণ করেছেন- YD Films Social। আর নতুন ইনিংসের শুরুয়াতেই অনুরাগীদের চমকে দিয়ে ছবির ঘোষণা করলেন তারকা দম্পতি।

বাংলায় ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। মুখ্য ভূমিকায় স্বামী-স্ত্রী যশ-নুসরত। আজ্ঞে, যশকে এই ছবিতে এক পুলিশের ভূমিকায় দেখা যাবে। প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, “স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানি। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।”

KTM-কে চ্যালেঞ্জ জানাতে আসছে Bajaj-Triumph Tiger

অপরাধী দমন করতে পুলিশের ভূমিকায় যশ কীরকম চমক দেন? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম ছবির নায়িকা নুসরত জাহান। ‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন ভক্তদের। মুম্বইবাসী বঙ্গকন্যা ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এই ছবিতে। পরিচালনায় বাবা যাদব। যশ-নুসরতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।