মেসির ছেলের হ্যাটট্রিকের ভিডিও ভাইরাল

মেসির ছেলে

স্পোর্টস ডেস্ক : মায়ামির একাডেমিতে এক ম্যাচে হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মেজো ছেলে মাতেও মেসি। ইতোমধ্যে তার সে ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে তার মধ্যে ভবিষ্যত মেসিকে দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন ফুটবপ্রেমীরা।

মেসির ছেলে

২০২৩ সালের জুলাইয়ে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন লিওনেল মেসি। পিএসজি ছেড়ে যোগ দেন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। সে সুবাধে মায়ামির একাডেমিতে অনুশীলনের সুযোগ পান মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর সন্তানরাও।

তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোর মধ্যে মেজো মাতেও। বয়স মাত্র ৮। কিন্তু এ বয়সেই বাবা মেসিকে অনেকটা অনুকরণ করে নিয়েছে এ শিশু। সম্প্রতি মায়ামি একাডেমিতে খেলা তার একটি ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হ্যাটট্রিক গোল তুলে নিয়েছে মাতেও। তবে গোল করার চেয়েও ফুটবলপ্রেমীদের চোখ বেশি জুড়িয়েছে বাবা মেসির মতো তার ড্রিবলিং, বল দখল ও বল পাসের দক্ষতা। পার্থক্যটা কেবল শট নেয়ায়। মেসি যেখানে বাঁ পায়ে শট নিয়ে থাকেন সেখানে মাতেওর জোরটা ডান পায়ে বেশি।

তার দক্ষতা দেখে ভিডিওটিতে আলে লিপারোতি নামে এক আর্জেন্টাইন সাংবাদিক মন্তব্য করেন, ‘আমার মনে হয় তিন জনের মধ্যে (মেসির তিন সন্তানের মধ্যে) একমাত্র তারই ফুটবলার হওয়ার ইচ্ছে আছে। তাকে অনেক সাহসী দেখায়, মানসিকভাবে সে অনেক শক্তিশালী। পেশাদার হয়ে উঠতে আমার মনে হয় না তার কোনো সমস্যা হবে।’

জাভি নামে এক ‘এক্স (সাবেক টুইটার)’ ব্যবহারকারী তো তাকে ‘মিনি গোট’ হিসেবেই সম্বোধন করেন। ফুটবল বিশ্বে ইতোমধ্যে মেসি গোট বা সর্বকালের সেরার খ্যাতি পেয়েছেন। সে হিসেবে গোটের ছেলে মিনি গোট।

রোমা নামের আরেক আর্জেন্টাইন ‘এক্স’ ব্যবহারকারী তার মাধ্যমে ২০৩৪ সালে কোপা আমেরিকা জয়ের প্রত্যাশা করছেন। ২০২১ সালে মেসির হাত ধরে কোপা জিতে ২৮ বছরের ট্রফি খরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। এরপর ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ সালে জিতেছিল বিশ্বকাপ। তার ছেলের থেকে তাই লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারেন সমর্থকরা।

শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে যুবতীর ক্লিভেজ, একা দেখুন ভাইরাল ভিডিও

নিকোলাস নামে একজন তো ইতোমধ্যে মাতেওর বড় ভক্ত হয়ে গেছেন। তিনি মন্তব্য করেছেন, ‘ভাই, ঈশ্বরের শপথ, আমি তোমাকে এখন থেকেই অনুসরণ করব। তুমি ফুটবল থেকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত সেটা চলমান থাকবে।’
বাবার মতো ফুটবলীয় দক্ষতা অর্জন করে এ বয়সেই এমন অনেক ভক্ত পেয়েছে মাতেও। দলের হয়ে ইতোমধ্যে ১০ গোল করেছে এ ফরোয়ার্ড।