স্পোর্টস ডেস্ক : ‘সর্বকালের সেরা ফুটবলার’ লিওনেল মেসির হাতেই ওঠে ফুটবলের সর্বোচ্চ এই শিরোপা। ৩৫ বছর বয়সে মেসি আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান। তারপরও বাজিতে হারতে হয় ড্রেককে।
দক্ষিণ আমেরিকান এবং ইউরোপের মধ্যে এর আগে ১০ বার বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ৭ বারই শেষ হাসি হেসেছিল ল্যাটিন আমেরিকানরা। কাতার বিশ্বকাপেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছিলো। রবিবার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপের শিরোপাজয়ী ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে শিরোপা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলো আর্জেন্টিনা। তবে ৯৭ সেকেন্ডের ব্যবধানে দুই গোল করে ফ্রান্সকে ম্যাচে ফিরিয়ে আনেন কিলিয়ান এমবাপ্পে।
অতিরিক্ত সময়ে আবারও লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। তবে ১১৭ মিনিটে এমবাপ্পের হ্যাটট্রিকে তৃতীয়বারের মতো সমতায় ফেরে ফরাসিরা। ফলে ২০০৬ বিশ্বকাপের পর আবারও কোনো বিশ্বকাপের ফাইনাল গড়ালো টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটের লটারিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জেতে আর্জেন্টিনা।
“সর্বকালের সেরা ফুটবলার” লিওনেল মেসির হাতেই ওঠে ফুটবলের সর্বোচ্চ এই শিরোপা। ৩৫ বছর বয়সে মেসি আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটান। এবারের বিশ্বকাপ ট্রফি মেসির হাতে উঠবে এমনটাই আশা করেছিলেন অনেকে।
মেসির হাতে বিশ্বকাপ উঠবে এমন প্রত্যাশা করেছিলেন কানাডার জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী ড্রেক। তিনি মেসির হাতে কাপ ওঠা নিয়ে সাড়ে ১০ কোটি টাকার বাজিও ধরেন। তবে মেসি জিতে গেলেও তাকে বাজিতে হারতে হয়। কেননা, বাজির নিয়ম অনুযায়ী, ৯০ মিনিটের মধ্যেই খেলা শেষ হতে হতো। যেহেতু সেটি প্রথমে অতিরিক্ত সময়ে পরে টাইব্রেকারে গড়ায় ফলে নিয়ম ভাঙায় ড্রেককে সাড়ে ১০ কোটি টাকার বাজি হারতে হয়।
যুক্তরাষ্ট্রের মেট্রো ডটকো সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম স্টোরিতে ড্রেক এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন। পরে সেটি মুছে ফেলেন। ড্রেক স্টেকসে বাজি ধরেছিলেন। জিতলে তিনি সাড়ে ১৮ কোটি টাকা পেতেন।
ফরাসি সংবাদমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, যে মার্কেটে জুয়া খেলেছিলেন ড্রেক সেখানে অতিরিক্ত সময়ের ফলাফল বিবেচনা করা হয় না। ৯০ মিনিটে ম্যাচ জিতলে তবেই সেই স্কোরকে বৈধ বলে গণ্য করা হয়। রবিবার ৯০ মিনিটে খেলার ফল ছিল ২-২ গোলের সমতা। এ জন্য ড্রেককে এই বাজি হারতে হয়েছে।
কানাডার সিটকম “ডেগ্রাসি”র হাইস্কুল স্টুডেন্টের চরিত্রে অভিনয় করে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন ড্রেক। সেলেব্রিটি নেট ওর্থের দেওয়া তথ্য অনুয়ায়ী, ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই ব়্যাপার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।