মেসির পরিবারে ভ.য়াব.হ ডাকা.তি, বিপুল অর্থ লুট

মেসির পরিবার

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে বেশ সুখেই ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়েও জিতেছেন শিরোপা। আর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারায় থাকা জাতীয় দল—সব মিলিয়ে বেশ প্রশান্তিতেই ছিলেন ফুটবল জাদুকর।

মেসির পরিবার

তবে হুট করেই একের পর এক অশান্তি তেড়ে আসছে মেসির জীবনে। সবশেষ ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মারাকাণায় ব্রাজিলিয়ান পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন আলবিসেলেস্তে সমর্থকরা।

সুপার ক্লাসিকো সেই ম্যাচটি আর্জেন্টিনা জিতলেও মেসি পেয়েছেন চোট। যদিও এই বছরে আর খেলা নেই আর্জেন্টাইন মহাতারকার। এসবের মাঝে আরও এক দুঃসংবাদ এসেছে তার জীবনে। নিজ দেশ আর্জেন্টিনায় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছে মেসির পরিবার।

আর্জেন্টিনার রোজারিও শহরে একটি সুপার মার্কেটের মালিক মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর এবং তার নিকট আত্মীয়রা। সেই মার্কেটেরই টাকা-পয়সা ব্যাংকে জমা রাখতে যাচ্ছিলেন রোকুজ্জোর এক আত্মীয়। কিন্তু ব্যাংকে যাওয়ার আগেই পথেই ডাকাতির শিকার হয়েছেন মেসির সেই আত্মীয়।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, দুই বন্দুকধারী এসে অগাস্তিনা স্কালিয়া নামে রোকুজ্জোর সেই আত্মীয়ের গাড়ি থামিয়ে ভাঙচুর করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। সেখানে প্রায় ২২ হাজার পাঁচ শত পঞ্চাশ আমেরিকান ডলার ছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ লাখ ৮৩ হাজার টাকা।

সেই মার্কেটের এক এক কর্মী মার্কাকে জানিয়েছে, ‘আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে টাকা জমা রাখতে যাচ্ছিলাম। তারা আমাদের জানালা ভেঙে ব্যাগ নিয়ে চলে গেল। সেখানে নিশ্চিতভাবেই একটা গাড়ি ছিল। আমি গাড়ি থেকে একজনকে নামতে দেখেছি। সেই মুহূর্তে আমি শুধু গোলাগুলির শব্দ শুনেছি।’

রাজনীতিতে আসবেন কি না, জানালেন তামিম

এদিকে ডাকাতির এ ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গেছে। যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি মেসি কিংবা তার স্ত্রী রোকুজ্জো।