স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের দুই জ্যোতির্ময় তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো—যাঁদের নিয়ে আলোচনা, তুলনা আর প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। তবে কখনও একসঙ্গে খেলতে দেখা যায়নি তাঁদের। এবার সেই অপেক্ষার অবসান হতে পারে। আর্জেন্টাইন মহাতারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যেতে পারে মেসি ও রোনাল্ডোকে, একই দলের জার্সিতে।
তবে এই সম্ভাবনার মাঝেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মেসির এক সাম্প্রতিক সাক্ষাৎকার। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁর সন্তানরা কাদের খেলা দেখে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়। উত্তরে তিনি পাঁচ জন ফুটবলারের নাম বলেন—কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি ও আর্লিং হালান্ড।
চমক এখানেই। মেসি এই তালিকায় নিজের নাম রাখেননি, কিন্তু রোনাল্ডোর নামও উল্লেখ করেননি। এতে রোনাল্ডোর অনুরাগীরা হতবাক। অনেকেই মনে করছেন, দুই মহাতারকার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা এখনও প্রভাব ফেলে যাচ্ছে এমন সাধারণ আলোচনায়ও।
তবে মেসির ভক্তরা বিষয়টি খুব স্বাভাবিকভাবেই দেখছেন। তাঁদের মতে, মেসি বরাবরই নিজেকে প্রচারের আলোয় আনতে চান না। আর তাঁর সন্তানেরা কোন খেলোয়াড়কে অনুসরণ করে, তা তিনি শুধু বাস্তবতার নিরিখেই বলেছেন।
একদিকে তেভেজের বিদায়ী ম্যাচে মেসি-রোনাল্ডোকে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা, অন্যদিকে রোনাল্ডোর নাম না থাকায় ফুটবল দুনিয়ায় চলছে জোর চর্চা। আগামীদিনে হয়তো দেখা যাবে দুই কিংবদন্তি কীভাবে একসঙ্গে মাঠে নামেন এবং তাঁদের পারস্পরিক সম্পর্কের নতুন অধ্যায় তৈরি হয় কি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।