স্পোর্টস ডেস্ক : চারিদিকে খবর চাউর হচ্ছে, পিএসজিতে সুখে নেই লিওনেল মেসি। তাই ভবিষ্যতে প্যারিসের দলটির হয়ে খেলার ব্যাপারে নিশ্চিত নন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকা। তবে প্রশ্ন উঠেছে পিএসজি ছেড়ে কোথায় পাড়ি দেবেন তিনি?
এখনও ফরাসি চ্যাম্পিয়নরা মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে নীরব। ৩০ জুন আসতে আর দুই মাস।
মেসির সাবেক ক্লাব বার্সেলোনা তাকে নিতে উঠেপড়ে লেগেছে। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ বেশ নাম করেছে। তারা ইউরোপে খেলা অনেক তারকাকে খেলিয়েছে। এই লিগের অন্যতম দল ইন্টার মায়ামি। গুঞ্জন রয়েছে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন মেসি। এছাড়া আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথ ফেরাতে তৎপর সৌদি আরবের ক্লাব আল হিলাল।
এতসব গুঞ্জনের মাঝে সৌদি আরবকে নিয়ে মেসির পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিল। শনিবার রাতে দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে পোস্ট দেওয়া হয়েছে আর্জেন্টাইন তারকার ভেরিফায়েড ফেসবুক পেজে। যেখানে একটি খেঁজুর বাগানের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদিতে এত সবুজ? আমি যখনই পারি এর অপ্রত্যাশিত বিস্ময় অন্বেষণ করতে ভালোবাসি।’
এদিকে মেসির এই পোস্টের পর ভক্তদের মধ্যে শোরগোল পড়েছে। তাহলে কি সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন রেকর্ড ব্যালন ডি’অর জয়ী? মেসি অবশ্য সৌদি আরবের পর্যটনের দূত। সেই দায়িত্ব থেকেও এই পোস্ট দিয়ে থাকতে পারেন বলে অনেকের ধারণা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।