স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুগো গাত্তি বলেছেন, লিওনেল মেসির কারণে তাঁর দেশ ২০২২ বিশ্বকাপ জেতেনি, বরং গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসই ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন।
২০২২ বিশ্বকাপের শুরুটা খুব ভয়ংকর হয়েছিল। সৌদি আরবের বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরে চমক জাগিয়েছিল। কিন্তু সেই ধাক্কা সামলে এরপর প্রতিটি ম্যাচ জিতে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর সে যাত্রায় মেসি ৭ গোল করেছিলেন, সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ৩টি।
ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েও দুই গোল করেছিলেন মেসি। তবে শেষ পর্যন্ত ফাইনাল জিততে পেনাল্টি শ্যুটে যেতে হয়েছিল আর্জেন্টিনাকে। এর আগে কোয়ার্টার ফাইনালেও নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকার খেলতে হয়েছিল আলবিসেলেস্তেদের।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পুরস্কার হিসেবে বালন দ’র জিতেছেন মেসি। সেটাও একটি নয়, দুটি। তবে সাবেক গোলকিপার গাত্তির চোখে, বিশ্বকাপে মেসির পারফরম্যান্সকে বেশি বড় করে দেখানো হয়েছে, ‘আমি মেসির সমালোচনা করছি না। আমি বলি সে ভালো। আমি এটা বলব, বারবার বলব। সাম্প্রতিক সময়ে সে খুবই ভালো এবং ওর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও ভালো। কিন্তু সে-ই সেরা না।’
বিশ্বকাপে মেসি সাত গোল করলেও এর চারটিই ছিল পেনাল্টি থেকে। ওদিকে মার্তিনেস দুটি পেনাল্টি শ্যুটে দলকে জিতিয়েছেন। ফাইনালে একদম শেষ মুহূর্তে র্যান্ডল কোলো মুয়ানি মার্তিনেসকে একা পেয়ে গিয়েছিলেন। এমন অবস্থাতেও সেভ করে দলকে বাঁচিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার।
গাত্তির চোখে, মার্তিনেসই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, ‘এটা (মেসি সেরা) বলা আর বিশ্বকাপে মেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল বলা সমান। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে দিবু মার্তিনেসের কারণে, না হলে ওরা জিতত না। এটাই বাস্তব। মানুষ যা ভাবে সেটাই শুনতে চায়, কিন্তু আমি যা দেখি এবং বিশ্বাস করি সেটাই বলি। এটাই পার্থক্য (অন্যদের সাথে), এ কারণে আমি আলোচনা করি, এবং আমাকে সবাই পাগল বলে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।