এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। তাই সিনসিনাটির বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। মাঠে না নামলেও এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এই আর্জেন্টাইন তারকা। তবে মেসির উপস্থিতি ছাড়িয়ে এদিন আলোচনায় তার গোলাপি রংয়ের রোলেক্স ঘড়ি।
গ্যালারিতে সাদা শার্টে হাস্যোজ্জ্বল মেসির হাতে শোভা পাচ্ছিল একটি গোলাপি রঙের রোলেক্স ঘড়ি। অসম্ভব সুন্দর ঘড়িটি নজর কাড়ার পেছনে ভূমিকা রেখেছে এর দামও।
এই ঘড়িটার বাজারমূল্য যে ৯ লাখ মার্কিন ডলার (প্রায় ১১ কোটি টাকা)! চোখ কপালে ওঠা তো স্বাভাবিক। রোলেক্স ডেটোনা ১২৬৫৩৮টিআরও ‘বার্বি’ ঘড়িটির এমন আকাশচুম্বী মূল্যের যৌক্তিক কারণও আছে। এই বিলাসবহুল ঘড়িটির সঙ্গে ইন্টার মায়ামির হোম জার্সির রঙের মিল রয়েছে।
ঘড়িটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট হলুদ সোনায়, যার গায়ে সেট করা আছে গোলাপি নীলকান্তমণি এবং ম্যাচিং করা গোলাপি ডায়াল। ঘড়িটিকে ‘রোলেক্স–এর তৈরি করা অন্যতম দুর্লভ ও উজ্জ্বল রত্নখচিত মডেল’ বলে অবিহিত করা হয়। এটি সাধারণভাবে ক্যাটালগে অর্ডার দিয়ে কেনা যায় না।
নিষেধাজ্ঞা কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় মেসি। ইদানিংকালে মেসি মাঠে নামা মানেই জোড়া গোল। আগামী বুধবার (৩০ জুলাই) লিগস কাপের প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আতলাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।