লিওনেল মেসির ৮৯তম মিনিটের গোলও যথেষ্ট হয়নি ইন্টার মায়ামির পরাজয় এড়াতে। শনিবার টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে ন্যাশভিল এসসি ২–১ ব্যবধানে জয় পেয়ে এমএলএস কাপের প্রথম রাউন্ডের প্লে-অফ সিরিজে টিকে রইল।

প্রথমার্ধেই স্যাম সারিজ ও জশ বাউয়ারের গোল ন্যাশভিলকে এগিয়ে দেয়। নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন সারিজ। মায়ামির গোলরক্ষক রকো রিওস নভো লাইন ছেড়ে এগিয়ে আসতে দেরি করায় রেফারি স্পট কিকের সিদ্ধান্ত দেন। সারিজ শান্তভাবে বল পাঠান গোলরক্ষকের ডান দিকে।
প্রথমার্ধের ঠিক আগে হানি মুকতারের কর্নার থেকে বাউয়ার বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে ব্যবধান ২–০ করেন।
দ্বিতীয়ার্ধে মায়ামি মরিয়া হয়ে মাঠে নামে। ৬৬তম মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে দূরত্বের শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস।
শেষ মুহূর্তে মায়ামি ও মেসি আবারও ছন্দ খুঁজে পায়। ৮৯তম মিনিটে রদ্রিগো দে পল বক্সের মধ্যে বল দেন মেসিকে, আর সদ্য ঘোষিত এমএলএস গোল্ডেন বুটজয়ী আর্জেন্টাইন জাদুকর ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে চমৎকার শটে বল জালে পাঠান, ব্যবধান কমে আসে ২–১।
ভোজপুরি গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে সমস্ত সীমা অতিক্রম করলেন যুবতী
প্রথম ম্যাচে মেসির জোড়া গোলে ৩–১ ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে ছিল মায়ামি, কিন্তু এই হারে এখন সিদ্ধান্ত যাবে তৃতীয় ও শেষ ম্যাচে, যা অনুষ্ঠিত হবে মায়ামির মাঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



