একটি দলকে সমর্থন করার অর্থ এই নয় যে অন্য দলকে ঘৃণা করতে হবে: ফারিণ

Farin

বিনোদন ডেস্ক : কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনা ও চিলির ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ছোটপর্দার তারকা দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা শুরুর বহু আগেই পৌঁছেছিলেন এই দুই অভিনেত্রী।

Farin

মেহজাবীন ও ফারিণ এদিন গায়ে জড়িয়েছিলেন আর্জেন্টিনার জার্সি! আর কয়েক দফায় স্টেডিয়াম থেকে নিজেদের ছবি পোস্ট করতে দেখা গেছে তাদের। আর তা নিয়েই শুরু হয় শোরগোল!

নেটিজেনদের বেশীরভাগই এই দুই তারকার ফুটবলপ্রেম নিয়ে যখন প্রশংসায় ভাসছেন, তখন একদল অতীত ঘেঁটে শুরু করেছেন সমালোচনা! তারা বলছেন, গেল ফুটবল বিশ্বকাপেই মেহজাবীন ও ফারিণ সমর্থন করেছেন ব্রাজিলকে! সেই সময়ে ব্রাজিলের সমর্থনে দেয়া এই দুই তারকার ফেসবুক পোস্টের স্ক্রিনশটও সামনে নিয়ে এসে ট্রোল করছেন অনেকেই!

সমালোচনা করে বলছেন, তবে কি এরইমধ্যে দল পরিবর্তন করে ফেলেছেন মেহজাবীন কিংবা ফারিণ? নেটিজেনদের একাংশের এসব কটাক্ষ দৃষ্টিগোচর হয়েছে ফারিণের। এ নিয়ে তিনি এদিন দিলেন মোক্ষম জবাব!

বুধবার রাতে ছয় মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন ফারিণ। যেখানে তিনি জানিয়েছেন, প্রথমবারের মতো সরাসরি কোপা আমেরিকা দেখেছেন তিনি। আর ভিডিও ক্লিপে স্টেডিয়ামে প্রবেশের আগ থেকে শুরু করে স্টেডিয়ামের কিছু মুহূর্তও রয়েছে।

তবে ক্যাপশনে রয়েছে সমালোচনাকারীদের উদ্দেশে অভিনেত্রীর মোক্ষম জবাব। তিনি লিখেছেন,“ফুটবল মানুষকে একত্রিত করে, বিভাজন নয়। আপনি একটি দলকে সমর্থন করার অর্থ এই নয় যে আপনাকে অন্য দলকে ঘৃণা করতে হবে। আমি সবসময়ই মেসির ভক্ত ছিলাম এবং আমি খুব আনন্দিত যে তার খেলা স্বচক্ষে দেখতে পেরেছি। সবাই সেই মুহূর্তটি পায় না। আজকের ম্যাচটি সত্যিই উপভোগ করেছি। আসুন ভালবাসা এবং শান্তি ছড়িয়ে দিন।”